পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্ববতী ১৩ তিনি একবারে বিমোহিত ও চমৎকৃত হইলেন। নারীরূপ ধারণ করিয়া ভ্রমণ করা, অঙ্কুচিত বিবেচনায় ঈশ্বরকে স্মরণ করিয়া পুনৰ্ব্বার আপন স্বাভাবিক পুরুষদেহ প্রাপ্ত হইলেন । এইরূপে কিয়দিন গমনানস্তর রত্নপুবে উপস্থিত হইলেন। নগরের শোভা দর্শন করিয়া তাহার আনন্দ বৃদ্ধি হইল। সুতরাং কৌতুহলাক্রান্ত হইয় রাজধানী ভ্রমণ করিতে চলিলেন। সিংহদ্বারে উপস্থিত হইবামাত্র দেখিতে পাইলেন, নিৰ্ম্মল কৃষ্ণবর্ণ প্রস্তরফলকে সুবর্ণবর্ণে রাজকন্যার প্রতিজ্ঞ বিবরণ পূৰ্ব্ববৎ লিখিত আছে। তাহার সম্মুখে ঘন্টা দোদুল্যমান রহিযাছে। প্রহরিগণ নি:শব্দে ইতস্ততঃ ভ্রমণ করিতেছে। মন্বিনন্দন দেখিবামাত্র বুঝিতে পাবিলেন, যে ব্যক্তি রাজকন্যার প্রতিজ্ঞা প্রতিপালনে সম্মত হয়, সে এই ঘণ্টা বাদন দ্বারা তঁহাকে সংবাদ প্রদান করে। যাহা হউক, ইহার বিশেষ বৃত্তান্ত অবগত না হইয়া ঘন্টাধ্বনি করা অঙ্কুচিত। কাবণ ইহাতে বিপদ ঘটিবার সম্ভাবনা আছে। এইরূপ চিন্তা করিয়া সেই স্থান পরিত্যাগ পূৰ্ব্বক নির্জনপথে একটি বকুলবৃক্ষতলে উপবেশন করিলেন। মন্ত্রিপুত্র উপবিষ্ট হইয়া নানা প্রকার চিন্তা করিতেছেন, এমন সময় রাজবাট হইতে কুম্ভকক্ষে কতিপয় পবিচাবিক। তাহাব নিকটবৰ্ত্তী বৃক্ষেব অস্তরালে উপস্থিত হইল, এবং পরস্পর কথোপকথন করিতে করিতে বলিল, “রাজকন্যা যেরূপ প্রতিজ্ঞ কবিয়াছেন, তাহা কখন যে, পূর্ণ হইবে, এরূপ বোধ হয় না। রাজনন্দন সুকুমার, র্তাহার প্রতিজ্ঞাত প্রার্থনা ছয় দিবস পূর্ণ করিয়াছিলেন। একদিন অসমর্থ হওয়াতে কল্য কবিগাবে নিক্ষিপ্ত হইয়াছেন । র্তাহার দুর্দশা দেখিয়া আমাদিগের হৃদয় বিদীর্ণ হইতেছে।” এই কথা বলিবামাত্র মন্ত্রিপুত্রেব দিকে দৃষ্টি নিক্ষিপ্ত হওয়াতে তাহার কথোপকথনে বিরত হইয়া জল আনয়নার্থে প্রস্থান করিল। তৎশ্রবণে মন্ত্রিপুত্র চিস্তা করিলেন, ইহার রাজপুত্র সুকুমারকে লক্ষ্য করিয়া কথাবার্তা কহিতেছিল। বোধহয় ঐ সুকুমার আমার বন্ধু হইবেন । যাহা হউক, রমণীগণ ফিরিয়া আসিলে, সবিশেষ জিজ্ঞাসা করিব । পরিচারিকাগণ জলপূর্ণ কুম্ভ কক্ষে করিয়া প্রত্যাগত হইলে মন্ত্রিপুত্র জিজ্ঞাসা করিলেন, আমার বোধ হইতেছে, তোমরা এই রাজবাটীর পরিচারিকা হইবে। যদি আমার অনুমান মিথ্যা না হয়, তবে কিঞ্চিৎ বিলম্ব করিয়া আমার কয়েকটি বাক্যের উত্তর দান করিলে, উপকৃত হই। এ রাজ্যের রাজার নাম কি ? এবং সিংহদ্বারে একটি বৃহৎ ঘন্টাই বা ঝুলিতেছে কেন? একটি কিঙ্করী উত্তর