পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীম পৰিকের মনের কথা २> $ গারদ্ধে কয়েদী অবস্থাতেই থাকি, কি নূতন কোনরূপ ঘটানোর মন্ত্রণার চেষ্টা করি। অবশুই দরজা খুলিবে সেইসময় বলিয়া দিব যে, আমাদের বিষয়াদি, বাড়িঘর সমুদায় লিখিয়া দিতে রাজী আছি। আমাদিগকে কয়েদখান হইতে বাহির কর । প্রাণ বঁচাও । সময়মত জীবনদাতার নিকটে মনের কথা জানাইলেন। কিন্তু কোনই ফল হইল না। অবশুই সে তাহার কর্তব্যকাৰ্য্য করিয়াছে। প্রধান কাৰ্য্যকারক হরনাথ মিত্রর নিকট বলিয়াছে। কোনই ফল হইল না। হরনাথ মিত্র, শম্ভু সান্তাল প্রভৃতি কাৰ্য্যকারকগণ মহাঅস্থির—সপ্তাহকাল সাহেবের সঙ্গে দেখা হয় না। কেনী শয়নকক্ষ হইতে আর নীচে নামিয়া আইসেন না, উপরেই থাকেন। কি ভাবে থাকেন, তাহ! কাহারও জানিবার ক্ষমতা হয় না। যে কেনী সাংসারিক কার্য্যে সৰ্ব্বদা ব্যস্ত, সৰ্ব্বদা প্রস্তুত। মুহূর্তের জন্যও সংসার ভুলে না। আজ সপ্তাহকাল একেবারে নিরব। আরদালী, চাপরাসী দ্বারা খবর পাঠান হইয়াছে কোন উত্তর আইসে নাই। কোন সন্ধান পাওয়া যায় নাই । কেনীর হুকুম “আমার বিনাদেশে আমার নিকট কেহ না আইসে ।” সে আদেশ ঠেলিয়া কারসাধ্য সেদিকে পা ধরে। কাজেই সকলে মহাব্যস্ত। পাংশার ভৈরববাবুকে লইয়াই এখন চলিতেছে। কত মাব পেচ, পেচাও বুদ্ধির পাক নায়েবমশায়ের মাথায় ঘূরিতেছে । কত মিথ্যা প্রবঞ্চণার বৃহৎকনা সকল নীলকরের চাকরের মরূভূমিসদৃশ মনক্ষেত্রে চাকচিক্য দেখাইয়া, মনিবের মনভাবের কারণ অব্যক্ত অজ্ঞাতহেতু চিন্তাবায়ুর ঘূর্ণিপাকে পড়িয়া কোথায় পড়িতেছে, তাহার কিছুই ঠিকানা হইতেছে না। কুল-কিনারা পাইতেছে না। এতদিন কয়েদের পর সমসের আলী পৈতৃক সম্পত্তি যোলআনা বিনাপণে লিখিয়া দিতে রাজি হইয়াছে। সে কথাও জানাইতে পারিতেছেন না। একেবারে নিষেধ। কেহ কোনকথা লইয়া তাহার বিনায়ুমতিতে কে তাহার সম্মুখে যায়। মেমসাহেবের আসিবার দিনও অতিনিকট হইয়া আসিতেছে। প্রথম বিলাতেব পত্র, তাহারপর কলিকাতার পত্র পাওয়া গিয়াছে । সেও প্রায় দশ বার দিন। বাতাসের জোর নাই বলিয়া, বজরা-নৌকা আসিতে বিলম্ব হইয়াছে। সকলেরই অনুমান এই যে, অদ্য লাগাদসন্ধ্য। অবশুই বজরা ঘাটে লাগিবে। নিতান্ত পক্ষে না আসিলে কাল আর কিছুতেই পথে থাকা সম্ভব নহে। . . .