পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীন পথিকের মনের কথা । a \○ ধীরে বেড়াইয় বেড়াইতেছেন। বাগানের সংলগ্ন কালীগঙ্গ, ছুই একৰার ফিরিয়া ঘুরিয়া কালীগঙ্গর তীরে যাইয়া দক্ষিণমূখী হইয়া দূরবীন দ্বারা কি যেন দেখিতেছেন। হরনাথ মিত্র সময় বুঝিয়া বন্দী কাজী সমসের আলীকে লইয়া বাগানের গেটের নিকট যাইয়া দাড়াইলেন। কেনী দ্বিতীয়বার ঘুরিয়া আসিতেই হরনাথের উপর নজর পড়িল। একট, ত্রস্ত-পদে অগ্রসর হইয়া জিজ্ঞাসা করিলেন, খবর কি ? কাজীসাহেব এবেশে কোথা হইতে আসিলেন । হরনাথের মুখে কথা ফুটিতে না ফুটিতেই কাজী সমসের আলী বলিতে লাগিলেন সাহেব ! তোমাব যেরূপ ইচ্ছা হয় লিখিয়া লও। আর আমরা বঁচি না। আর প্রাণে সহ হয় না। - কেনী একট, মুচকিয়া হাসিয়া উত্তর করিলেন—কি হইয়াছে ? আপনি এতদিন আমার সহিত সাক্ষাৎ করেন নাই কেন ? এতদিন কোথায় ছিলেন ? ভাল আছেন তো? লোকে আগে বুঝে না, শেষে পায় ধরিয়া কান্দিতে থাকে। আচ্ছ। আর আমার কোন আপত্তি নাই । সকলই মিটিয়া যাইবে—লিখাপড়। কলাই হইবে। আব আপনাকে ব্যস্ত হইতে হইবে না। কাজীসাহেব বলিলেন— ব্যস্ত আমরাই এখন বেশী হইয়াছি। প্রাণের মায় বড় মায়। আর অধিক কি বলিব ! পৈতৃক তালুক, জোত ইত্যাদি স্থাবরঅস্থাবর যাহা কিছু আছে, সমুদায় লিখিয়া লইয়া আমাদিগকে ছাডিয়া দিন। আর বঁচি না । দোহাই আপনার । প্রাণ গেল—আর বঁাচি না । কেনী বলিলেন—“বাচি না, বাচি না” করিতেছেন, আগে বুঝেন নাই কেন ? আচ্ছা, আজ কোনকথা হইবে না । বোধহয় মেমসাহেব এখনই আসিয়া পৌছিবেন । আমি তাহার বজরার মাস্তুল দেখিতে পাইয়াছি। বোধহয় কুঠির বজরাই আসিতেছে আপনি এখন আপনার বাসস্থানে গমন করুন। কাল লিখাপড়া হইবে—আজ দিব্বি আহার করিয়া শয়ন করুন গে । কাজী সাহেব মাথা হেঁট করিয়া বলিতে লাগিলেন—অদৃষ্টে যাহা থাকে হইবে । বরাতে যাহা আছে তাহাই আহার করিব । কোন পাপে ইহা ঘটিল— খোদায় মালুম। আর আপনাকে কি বলিব। চলিলাম, আপনার গুদাম ঘরেই চলিলাম । w” : কেনী মুচকি হাসির আভা দেখাইয়। আবার মীর তীরে যাইয়া দূরবীন