পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীন পথিকের মনের কথা ૨ SC হউক, কি দশ-বারদিন নৌকায় থাকা গতিকে মাথার দোষেই হউক, স্থির করিলেন, একটি স্থির করিতে দশটির প্রমাণ পাইলেন। প্রথম বজরায় স্বামীর কবুস্পশ– সে পরশে যেন তাহার শরীর রোমাঞ্চ হয় নাই, সে অপূৰ্ব্ব বিজলীছটা শরীরের নানাস্থানে খেলা করিয়া যেন হৃদয়ের অভ্যস্তরে প্রবেশ করে নাই। সে অপূর্ব বসময় প্রেম-চুম্বনে প্রেমান্নুরাগ যেন বৃদ্ধি করে নাই। বজরার সিড়ি হইতে নামিৰার সময়, হরিহরআত্মা হইয়া নামিয়াও প্রেমউল্লাসে মন গলিয়া যায় মাই। কারণ কি ? তাইতে একত্র একসান বসিয়াও হৃদয়কমল, অঙ্গুরাগ প্রতিভায় যেন সম্পূর্ণ বিকশিত হয় নাই। গায়ে গায়ে মিশিগ একত্র আহারেও যেন পূর্বের ন্যায় মুখ বোধহয় নাই—তৃপ্তি জন্মে নাই । সুমধুর স্যাম্পিনের গ্লাস স্বামীহস্তে গ্রহণ করিয়াও যেন মন খোলে নাই। কাবণ কি অনেক চিন্তা করিলেন, অনেক কথ। মনে তুলিলেন, কিছুতেই মন বুঝিল না। শাস্তিমুখে মন ভরিল না—মজিল লা। কেন এমন হইল ? দোষ কাহার ? লজ্জিত হইলেন। নিকটস্থ বৃহৎ দর্পণে মুখখানি ভাল করিয়া দেখিলেন। লজ্জায় অধোমুখী হইয়া অনেকক্ষণ চিন্তা করিলেন । উপস্থিত চিস্তার সমালোচনার ফল প্রকাশ হইতে বাকি রহিল না। সে মনোবেগ আমাতে প্রবেশ করিবে, আমার মনোবেগ তাহতে যাইবে । ইহাতে নিশ্চয়ই বোধহইল দোষ তাহার ? তাহারই মনে যেন কি বসিয়াছে। স্বামীহৃদয়েই যেন কি পশিয়াছে। পুরুষের হৃদয়-কন্দরে প্রবেশ করিতে কতক্ষণের কাজ । চিন্তা কি ? আজি নাহয় কাল, কাল নাহয় পরশু, বুঝিতেই পাবিবে। কয়দিন গোপনে থাকিবে ? রত্রেও অধিক হইয়াছে। কযেকদিন জলেব উপর থাকিয়া এখনও যেন মাথা দুলিতেছে । একটু ঘুমাই । ত্রয়োবিংশ তবঙ্গ অধঃপাতের সুত্রপাত ময়নার মৃত্যুর পর জকি প্রায়ই স্বন্দবপুর যাইত। দুই-তিনদিন থাকিয়া আবার আসিত। জকির প্রতি টি. আই. কেনীব বিশেষ অঙ্গগ্রহ। ময়নার মৃত্যুর পর জকির ইচ্ছাধীম চাকুরী হইয়াছে। জকী অভাবে কোন কাজকৰ্ম্ম আর বন্ধ থাকে না। গুদামের চাবি, দানার গোলার চাবি জমাদারের হস্তে গিয়াছে। জকির ছোট গ্রী মাখন সপত্নীর নিকট ষে কয়েকটি কথা শুনিয়াছিল, তাহা তাহার প্রতিবর্ণ অস্তরে বসিয়া গিয়াছে। জকিকে দেখিলেই মাখনার শরীরে আগুন