পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ ՖԵ- মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ প্রকার দুঃখ করিতে লাগিল । আগন্তুক বলিল—‘ভাই ! দুঃখ করিয়া আর কি লাভ হইবে ! মেকি আর ফিরিয়া আসিবে ? যে ভালহয় সে থাকে না। এখন কথা শুন ! আমি আবার এখনই যাইব । ৰভূ জরুরী কাজ ।” “কথা তে শুনিয়াইছি, আমিও প্রস্তুত আছি। তবে কথাটা কি জান ? আশা অনেকেই দেয়, কার্য্য-উদ্ধারের জন্য অনেকেই কথা বলিয়া থাকে। কাৰ্য্য শেষ হইলে বুঝিতেই পার—তুমি বা কে আমি বা কে ?” “সে কি কথা ! তুমি কি আমাকেও অবিশ্বাস কর ?” জকি মাথা চুলকাইতে চুলকাইতে বলিতে লাগিল। “না—না তাও কি হয় । তোমায় অবিশ্বাস করিব ? তাও কি হয়।” “তবে আর আপত্তি কি ? আব দেখ তোমাকেই তো আগে বিশ্বাস করিয়াছে। কিছুই হয় নাই। কাজের কিছুই হয় নাই। আগেই তোমার হাতে একটি নয়, দুইটি নয়, দশটি নয়, পাঁচশত দিয়াছে । আর চাই কি ? অৰ্দ্ধেক তো হাতেই আসিয়াছে। আবার আমিও কিছু আনিয়াছি। এরপর যাহা বাকি থাকিবে, তুমি আমার নিকট হইতে লইও । তুমি জানিও, এদিকের চন্দ্র ওদিকে গেলেও সে ঘরের কথা, একটুও এদিক-ওদিক হইবে না। এথম তুমি পারিলে হয়। আর আমি বেশীক্ষণ তোমার বাটিতে থাকিব না। এই টাকা আর এই সেই জিনিস নেও, যত শীঘ্র হয় করিবে । আমি চলিলাম।” জকি টাকার তোড়া এবং কাঠের ছোট একটি কৌট ক্রস্তে ভাইসাহেবের হস্ত হইতে লইয়া ঘরের মধ্যে ঢুকিল। ভাইসাহেবও ভ্রস্তপদে বাড়ির মধ্য হইতে বাহির হইয়া সরিয়া পড়িলেন । জকি ঘর হইতে বাহির হইয়া স্ত্রীকে বলিল—“তুমি প্রস্তুত হও, আমি বেহারাবাডি চলিলাম আজই তোমাকে পাঠাইয়া দিব ।” জকি বাড়ির বাহির হইয়া মনে মনে স্থির করিল যে, এই বালাইকে আর এখানে রাখিব না। আজ আমাকে বলিল, কাল আর একজনকে বলিবে, ক্রমেই কথ। প্রকাশ হইবে। ভাল হইল, কিছুদিন বাপ-মার বাড়ি গিয়া থাকুক।