পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ ● মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ আবখক মনে করিল না। কারণ মুখ ফিরাতেই দেখিল যে, জকি সিড়ি দিয়া নিচে নামিতেছে। আর কোনরূপ সন্দেহের কারণই হইবার কথা নহে। জকি ঘরের চাকর, সাহেবের বিশ্বাসী ও ভালবাসার । অন্তলোক হইলে তখনই উঠিত । কি কারণে শব্দ হইল তাহার অনুসন্ধান করিত। জকিকে চিনিয়া আর উঠিল না। কান পাতিয়া রেঙ্গুনের গলপ শুনিতে লাগিল । কিছুক্ষণপরেই মেমসাহেবের হাত ধরিয়া কেনী খানারকামরায় আসিলেন । সোনাউল্লা, বেহার প্রভৃতি চাকরেব হাজির ৷ খানার বাসনের সরপোষ উন্মোচন হইল। ছুরি-কাটা চলিতে লাগিল । সঙ্গে সঙ্গে স্যাম্পিনের কাক ফুটিতে আরম্ভ হইল। প্লেট বদল হইতেছে। ছুরি চলিতেছে। গ্লাস উড়িতেছে। একটির পর একটি খাদ্য উদবে ঢুকিতেছে। পবল্পব কথাবার্তাও হইতেছে, উচ্চহাসি, মৃদুহাসি উভয়েব মুখেই দেখা দিতেছে। পাক একঘন্টাব পব আহার শেষ হইল। এখন “চা” খাওয়ার পাল । সোনাউল্লা চা-দানির নিকট গিয়া দেখে যে, চা-দানির সরপোষ নিযমমত বসান নাই। কোন অজানালোক সবপোষটি চা-দানির উপর রাখিয়া গিয়াছে সন্দেহ হইল। সোনাউল্লার মনে সন্দেহ হইল। হঠাৎ সেই শব্দের কথা মনে পরিল। সোনাউল্লা অনেক বিবেচনা করিয়া সাহেবের নিকট যোডহাতে বলিতে লাগিল—“হুজুব, ! এই চা-দানির সরপোষ আমি যেভাবে রাখিয়াছিলাম, ঠিক সেইভাবে নাই। আর একটি কথা—আমি বাহিরে বসিয়া ঘরের মাঝে একটি শব্দও শুনিতে পাইয়াছিলাম। সেইসময় জকি এই ঘর হইতে পাশের দরজা দিয়া বাহির হইয়া নীচে নামিয়া গিয়াছিল। তাহাও দেখিয়াছি । আমার মনে সন্দেহ হইতেছে। যেই হউক চা-দানির সরপোষ উঠাইয়াছে !” সাহেব চা-দানির নিকট যাইয়া বলিলেন—“জকি থানারকামরায় আসিয়া চা-দানি নাড়িবে কেন ?" সোনাউল্লা বলিল-—“সে তো চিরকাল খানারকামরায় আসিয়া থাকে ৷” মিসেস কেনী বলিলেন—“খানার ঘরে তাহার কাজ কি ? সে এখানে কেন আসিবে ? তোমরা এ ঘরে তাহাকে আসিতে দাও কেন? শুনিয়াছি যে, সে ঘরের কাজের চাকর । তার যে কি কাজ, তাহা আমি দেখি নাই। অথচ সে ঘরের চাকর-~কি অক্টায় কথা ।