পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘Y 8 মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ করিল, মহাশয় আমাদের রাজার নাম রত্নধ্বজ, তাহার পুত্রসস্তান হয় নাই । একটি পরমাসুন্দরী কন্যা আছেন। সেইটিই আমাদের মহারাজের একমাত্র সন্ততি। 'রাজ। ও রানী সেই কুমারীটিকে অতিশয় ভালবাসেন । কন্যার নাম বৃতুবতী। আপনি যে বৃহৎ ঘটাব কথা জিজ্ঞাসা করিতেছেন, রাজকুমারীর একটি কঠিন প্রতিজ্ঞাই সেই ঘন্টা ঝুলাইবার কারণ। কিন্তু সে কথা এক্ষণে বলিবার সময় নয়। আমর রাজকন্যার পরিচারিক। প্রতিদিন তাহার স্নানার্থ জল আহরণ করিয়া থাকি। যে জল আমাদিগের কক্ষে দেখিতেছেন, তাহাদ্বারা পাষাণনির্মিত ক্ষুদ্র পুষ্করিণী অদ্য পূর্ণ করিয়া রাখিব, কলা নৃপনন্দিনী ইহাতে স্বান করিবেন, অতএব অধিকক্ষণ বিলম্ব করিতে পারি না। আপনি যদি কিঞ্চিৎ অপেক্ষ করেন, তবে পুনরায় আসিয়া আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। মন্ত্রিপুত্র তাঁহাতেই সম্মত হইলেন ; এবং মনে মনে চিন্তা করিতে লাগিলেন, ইহার বাজকন্যাব পরিচারিকা, ইহাদিগের নিকট বাজপুত্রীর অনেক সংবাদ পাইতে পারিব । পরিচারিকাগণ পুনরায় জল লইতে আসিলে মন্ত্রিপুত্র ব্যস্ত হইয়া জিজ্ঞাস করিলেন, তোমরা যে রাজকন্যার প্রতিজ্ঞার কথা বলতেছিলে তাহার বিস্তারিত শুনিতে ইচ্ছা করি। পূৰ্ব্বপরিচিত। পরিচারিক। বলিল, মহাশয় ! আমাদিগের রাজকুমারী প্রতিজ্ঞ করিয়াছেন, যিনি সাতদিন তাহার অভিলাষ পূর্ণ করিবেন, তিনিই উহার পতি হইবেন । তাহার রূপগুণের কথা শ্রবণ করিয়া পৃথিবীর চতুর্দিক - হইতে কতশত রাজপুত্র আসিয়াছিলেন, কেহ এক কেহ দুই বা তিন দিবস পৰ্য্যস্ত উহার প্রতিজ্ঞাপূর্ণ করিয়া পরিশেষে অসমর্থ হওয়াতে কারাগারে নিক্ষিপ্ত হইয়াছেন । সম্প্রতি যে একটি রাজপুত্ৰ আসিযছিলেন, তিনি আপনার সমবয়স্ক এবং পরম রূপবান। সেই রাজপুত্র অসাধারণ গুণে ছয় দিবস রাজকার প্রতিজ্ঞ পূর্ণ করিয়া গতকল্য কারাগারে নিক্ষিপ্ত হইয়াছেন । র্তাহার নিমিত্ত এ রাজ্যের সকলেই কাতর হইয়াছেন। সেই রাজপুত্র র নাম মুকুমার। এইরূপ পরিচয় দিয়া কিঙ্করী স্বমস্তকে সম্বোধন পূৰ্ব্বক কহিল, মহাশয় ! দেখিতেছি, আপনি ও বিদেশী পথিক, আমরা আপনার রাজকন্যার প্রতিজ্ঞ শ্রবণে আগ্রহাতিশয় দেখিয়া নিষেধ করিতেছি, কখনো জলপ্ত অনলে প্রবণ করিবেন না। বোধহয় কার্যান্তরে বিদেশ পরিভ্রমণ ক্লেশ স্বীকার করিয়াছেন, কার্য সমাপন করিয়া অবিলম্বে স্থানান্তরে প্রস্থান করুন। মন্ত্রিপুত্ৰ কহিলেন, তোমাদিগের সদুপদেশে নিতান্ত সুখী হইলাম ।