পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭ ૦ মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ সপ্তবিংশ তরঙ্গ আশ্চর্য7 ডাকাতী পাংশ গ্রাম হইতে যশোহর জেলা অনূ্যন ৩৫ ক্রোশ ব্যবধান। পাংশা হইতে যে সময়ই কেন বওনা হউক না যশোহব যাইতে তাহাকে পথে একরাত্রি প্রবাস থাকিতেই হইবে । ভৈরববাবুর আর একটি কাছারি পাংশা হইতে চোদ-পনেরো ক্রোশ ব্যবধান। সন্ধার কিছু পূৰ্ব্বে রাম সিং, পাডে প্রভৃতি টাকা লইয়া কাছারিতে উপস্থিত হইল। কাছাবির কার্য্যকাবক ভৈরববাবুব উপদেশপূর্ণ পত্র পূর্বেই পাইযাছিলেন । কেনী টাক। লুটিয়া লইবে তাঙ্গ ও পত্রে লিখা ছিল। কৰ্ম্মচারী টাকার তোড়াগুলি স্বহস্তে অতি সাবধানে কাছারি-গুহের মধ্যস্থ বড় একটি সিন্ধুকে বাথিয়া তালাচাবি ভালরূপে পবীক্ষা কবিয চাবি বন্ধ করিলেন । টাকার শব্দ না হয় বলিযা বিশেষ সতর্কতার সহিত সিন্দুকে তোড বোঝাই করিলেন । এবং সকলকে বলিলেন, একরাত্রি কষ্টে-স্তষ্টে সকলকেই জাগিয থাকিতে হইবে । সাবধানের মার নাই, অসাবধানে শতবিঘ্ন। অদৃষ্টে যাহাঁই থাকুক আজ সমস্ত রাত্রি জাগিয়া থাকিতে হইবে । তোমবা সকালে সকালে আহাব দিব জোগাড় করিয়া আহার শেষ করি য় আইস । কাছবিৰ নেগাহবানগণকেও নায়েব মহাশয় বিশেষ সাবধান করিয়া দিলেন যে, তোমরা ও শীঘ্র শীঘ্ৰ আহিব কবিয আসিবে। আজ রাত্রি বড় ভয়ানক বাত্রি। বড় সাবধানে—বড় সতর্কে থাকিতে হইবে । আর অতিরিক্ত যে কয়েকজন লোককে রাখা হইয়াছে তাহাবাও মায় হাতিয়ার, সড়কি, লাঠি, সুলফী লইয়া সমস্ত বাত্রি বাধাকোমরে থাকিয়া পাহারা দিবে। আমিও তোমাদেব সঙ্গে জাগিয়া থাকিব । এই সকল বিলি-বন্দোবস্ত করিয়া ন'য়েব মহাশয় দেশওয়ালী, বরকন্যাজদিগের আহারের জোগাড় করিয়া দিলেন । রাম সিংএর অনুগ্রহে বৈরাগীঠাকুরও চাউল, দাউল, তরকারী ইত্যাদি আহার্য্য-সামগ্রী প্রাপ্ত হইলেন । সকলেরই আহারের সুব্যবস্থা নায়েব মহাশয় করিয়া দিলেন । বৈরাগী আহার-অস্তে নায়েব মহাশয়ের নিকট আসিয়া পরিচিত হইলেন । নায়েব মহাশয় স্বয়ং টাকার সিন্দুকের উপর শয্যা রচনা করিয়া ছাঁকা হাতে করিয়া বসিয়া কথাবার্তা কহিতে লাগিলেন। বৈরাগী ঠাকুরকে সিন্দুকের নিকট বসাইয়া ধৰ্ম্ম কাহিনী শ্রবণ করিতে মন দিলেন । ধৰ্ম্ম কথার পর হরি গুণগান শ্রবণে নায়েব মহাশয়ের নিতান্তই ইচ্ছা হইল। বৈরাগীকে বলিলেন, বাবাঁজি ! আমি রাম সিংএর নিকট শুনিয়াছি আপনার