পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্নস্বতী }& কিঙ্করীর জলনিয়নার্থ সরোবরে গমন করিল। মন্ত্রিপুত্ৰ মনে মনে চিন্তা করিতে লাগিলেন ! বন্ধু তবে এই রমণীর মোহিনৗপাশে মাবদ্ধ হইয়া কারাগারে নিক্ষিপ্ত হইয়াছেন, ইহাতে কোন সংশয় নাই। আরও অনেক রাজপুত্র সেই কুটযন্ত্রে বদ্ধ হইয়া কষ্টভোগ করিতেছেন। অতএব ইহাদিগের উদ্ধার সাধন করা আমার নিতান্ত কৰ্ত্তব্য । তন্নিমিত্ত যদি প্রাণ পৰ্য্যন্ত যায়, তাহাও আমার পক্ষে শ্ৰেয়: । পণ্ডিতের বলিয়া থাকেন, পরেীপকারে মৃতব্যক্তির জীবন সার্থক । এইরূপ চিন্তা করিয়া বুদ্ধিবলে কোন উপায় স্থির করিলেন। এই সময়ে পরিচারিকাগণ বারিপূর্ণ ঘটকক্ষে তাহার নিকটবৰ্ত্তিণী হইয়া জিজ্ঞাসা করিল, পথিক ! কি চিন্তা কবিতছ? মুমন্ত বলিলেন, অনেকক্ষণ ভ্রমণ করাতে অত্যন্ত তৃষ্ণাৰ্ত্ত হইয়াছি । যদি অনুগ্রহ করিয়া কিঞ্চিৎ জল দাও, তবে নিতান্ত উপকৃত হই । পরিচারিকাগণ বলিল, পাত্র বাহির করুন, জল প্রদান করিতেছি । পথিক বলিলেন, আমার নিকট পাত্র নাই, পরিচাবিকাগণ বলিল, তবে কিঞ্চিৎ বিলম্ব করুন, পত্রি অনিয়া জল প্রদান করিব । পথিক বলিলেন, বিলম্ব সহে না । পরিচারিকার বলিল, তবে উপায় ? পথিক বলিলেন, আমি অঞ্জলি পাতিতেছি, অনুগ্রহ করিয়া কুম্ভ হইতে প্রদান কব । তাহার স্বীকৃত হইল। মন্ত্রিপুত্র জলপান করিতে লাগিলেন । ইত্যবকাশে যে বারিস্পশে মকুৰ্যশরীর কপি হয়, সেই বারি কৌশলক্রমে কলসীর জলে মিশ্রিত করিয়া দিলেন। পরিচারিকগণ তাহ{য় কিছুই জানিতে পারিল না ; সুতরাং প্রফুল্লচিত্তে রাজবাটতে গমন করিল এং রাজপুত্রীর স্বানার্থ সেই ভল রাখিয়া দিল । পাঠকগণ ! বোধ করি রাজকন্যার দুববস্থার বিষয় কিছু আলোচনা করিতেছেন। আমরাও তাহাই বলিতে প্রবৃত্ত হইলাম। সেই বারি দ্বারা স্বানাগারস্থ কৃত্রিম হ্রদ পরিপূর্ণ করিয়া পরিচারিকাগণ স্বনাৰ্থ নৃপনন্দিনীকে আহবান করিল। তিনি অবিলম্বে তথায় গমন করিলেন। সেই জলে অবতরণ করিবামাত্র তিনি কপিকায়া প্রাপ্ত হইয়া অদ্ভুত একটি বানরী হইলেন । রাজ কুমারী আপনার অঙ্গ আপনি নিরীক্ষণ কবিয়া বিম্মিত নয়নে ইতস্ততঃ দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। সহচরীগণ” এই অদ্ভুত ঘটনা দেখিয়া যেমন তাহাকে ধরিতে সেই জলে অবতরণ করিল, অমনি তাহারাও তৎক্ষণাৎ বানী হইয় রাজকন্যার সদিনী হইল। চতুর নামী দাসী স্বচক্ষে এই ভয়ানক অদ্ভুত ব্যাপার দেখিয়া প্রথমে চমৎকৃত হইয়াছিল, পরে বিলক্ষণ বুঝিতে পারিল যে কৃত্রিম হ্রদস্থ জলের