পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ 8 ૭ মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ জামাইকে লিখিয়াছেন—একখানিরও উত্তর পান নাই। উড়-উড়ভাবে কয়েকটি কথা তাহার কানে গিয়াছে—কর্ণপাত করেন নাই । তাহার মনে দৃঢ় বিশ্বাস যে ঘরাও.বিবাদ বাধাইয দিতে দেশের কতকগুলি লোক বড়ই পটু ৷ এই যুক্তিতেই —মনে কোনরূপ সন্দেহের কারণ হয নাই । কার্য্য শেষ করিয়া বাটি আসাই মনস্থ করিলেন। ভগ্নীব নিকট সমুদায় ব্যক্ত কবিয়া শীঘ্র শীঘ্র বাটি আসাই স্থির কবিলেন । নৌকার জোগাড় কবিয মীবসাহেব সিরাজগঞ্জ অঞ্চল হইতে বওয়ানা হইলেন । সা গোলাম শৌলি পর্য্যন্ত লোক বাখিযাছেন । সৰ্ব্বদা যাতায়াত করিয়া মীবসাহেবের গুপ্তসন্ধান গোপনে লইয়া স গেলামকে বলিতেছে। সংবাদ আসিল, মীবসাহেব পাটি অভিমুখে যাত্র। কবিয়াছেন । তিন চাব দিবস পবেই দ্বিতীয সন্ধানী আসিয়া বলিল, ম7বসাহেব পাবন পর্য্যস্ত আসিয়াছেন । বোধহয় দুইতিনদিন পাবনায় বিলম্ব হইবে । সেখানে অনেক আলাপী লোক আছে। জেলায় বহুতব লোক । নানা দেশ-বিদেশের লোকে পরিপূর্ণ। বিশেষ মুন্সী নাদিবহোসেন, পাবনা জেলার নজিবের সঙ্গে তাঙ্গব বিশেষ বন্ধুত্ব । দুই তিন দিবস পাবনায় না থাকিম আসিতে পরিবেন না । স! গোলাম এদিকে ভালবকমে প্রস্তুত হইতে লাগিলেম । মীরসাহেব পাবনা পর্য্যন্ত আসিয়াছেন। একথা গ্রামেব লোক, চতুঃপাশ্বস্ত গ্রামের লোক, সকলেই শুনিয়াছে । বাটি আসিলে তাহার ভাগ্যে যাহা ঘটিবে তাহাও সকলে পূৰ্ব্ব হইতেই জানিয়াছে। অনেকেই তাহাব আগমন প্রতীক্ষায় আছে। কিভাবে তিনি পৈতৃক বসতবাড়ি, পৈতৃক সম্পত্তি হইতে তাড়িত হন, সকলেরই তাহা দেখিবাব ইচ্ছ। এক দুই কবিয তিনদিন কাটিয়া গেল। পাবনাতেও জামাইবাবুর সম্বন্ধে মীরসাহেব অনেক কথা অনেকের মুখেই—তাহার পূর্ব শোনাকথার ন্যায়—শুনিলেন । মনে কিছু সন্দেহ হইল। কথাটাব মধ্যে কিছু সত্যাংশ ন৷ থাকিলে এত দূর ছড়াইবে কেন ? সাধাৰণে শুনিবে কেন ? সে কথা লইয়া আন্দোলনই বা হয় কেন ? অবশুই কিছু হইয়াছে। অবশুই কোন কথা নুতন উঠিয়াছে। অবশ্যই কিছু না কিছু হইয়াছে। নানারূপ চিস্তায় মশগুল হইয়৷ পদ্মা পার হইলেন । নৌকা গৌরীস্রোতে ভাসিয়া আসিতে লাগিল। মাঝির জোরে দান্ড টানিতেছে। সন্ধানী লোকেরা প্রতি মুহূর্বে সংবাদ দিতেছে যে, এই পৰ্য্যস্ত আসিলেন—অমুক স্থান হইতে নৌকা ছাড়িলেন।