পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীন পথিকের মমের কথা *も砂 BBB BB BS BBB BBB BBBB BB BBB BBS BB BBBB BBB S BBBBB BB BS BBBB BBBB BBBSB BBBBB BB জায়গায় । সময় অসময় টাকার দরকার হইবে । উপস্থিত মগ্নয়ে দ্রুশজনকে এক করিয়া টীকা সংগ্ৰহ করিতে করিতে তদৱির বিলম্বহেতু কার্যে বহু বিঘ্ন যে না হইতে পাবে এমন কথা নহে । টাকার অনাটনে ভাল কাৰ্য্য ন হয়, তাহীও নহে । বাঘের সঙ্গে ছাগলের বিবাদ । নানা প্রকার বলের আবশ্বক। রক্ষা পাওয়াই কঠিন ! তাহাতে টাকা অভাবে মারা গেলে বডই বিযম কথা । তাহাতেই আমি বলি—গ্রামে গ্রামে যে শাখাবৈঠক হইবে, সেই বৈঠকের প্রতি টাকা সংগ্রহ করার ভাব দেওয়া আৰষ্ঠক । সপ্তাহ অস্তে তহবিলের অৰ্দ্ধেক পরিমাণ টাকা সদরবৈঠকের তহবিলে দাখিল করিতে হইবে । থানায়, মহকুমায়, জিলায় আমাদেব পক্ষের ভাল লোক, বিশেষ জিলায়, মহকুমায় বিচক্ষণ, বুদ্ধিমান উকিল-মোক্তার রাখিতে হইবে। কেনী সহজে কখনই ছাডিবে না । নানা প্রকার মিথ্যা প্রবঞ্চনা, জাল জালিয়ত মকদম সাজাইয়া আমাদিগকে ফাটকে আবদ্ধ করিতে চেষ্টা করিবে। ভাল লোক না রাখিলে, ভাল বুদ্ধি, ভাল পবামর্শ, ভাল উপদেশ না পাইলে রক্ষা পাওয়া ভার হইবে। আপন আপন গ্রামে আপন আপন বাড়ি, আপন আপন পরিবার রক্ষা করিতে সৰ্ব্বদা সকলে প্রস্তুত থাকিবে । কোন সময়, কোন পথে, কোন স্বযোগে কেনী কাহার কপালে কি ঘটায়, তাহ কে বলিতে পারে ? আমাদের দেশের লোক যাহারা কেনার পক্ষে থাকিবে, কেনার সাহায্য করিবে, তাহাদিগকে আমাদের দলভুক্ত করিতে অমুনয়-বিনয় যাহাতে হয় তাহ! করিতে হইবে । গ্রামে গ্রামে শাখাবৈঠকের অধীন এক একটি ডঙ্কা থাকিবে। সকলের মত হইলে ভিন্ন গ্রামের লোক ডাকিতে হইলে ডঙ্কাধনি করিতে হইবে । যিনি যে অবস্থায় থাকিবেন, তাহাকে সেই অবস্থায় ডঙ্কার্ধ্বনি-স্থানে উপস্থিত হইতে হইবে । যে উপায়ে হউক, শক্রকে জন্ধ করাই আমার মত। যাহাতে শত্রুর ক্ষতি হয় সে পথ অগ্রে অন্বেষণ করাই আমার ইচ্ছা । তাহতেই যলিতেছি, কেনীয় নিজ আবাদে কি প্রজার আবাদে যে গ্রামে যত নীল আছে, তাহ সমূদয়