পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাব মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ بوط۹ با কথা । সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল আসিলেন না । বৈঠকখানায় নিয়মিতরূপে অjলে৷ জ্বলিল । ৰিছানা, বালিশ পরিষ্কাৰ হইল —প্রতিদিন যে যে নিয়মে বৈঠকখানার কার্য্য চকরেৱা করে তাহা করিল। রূপসী ও বসীরুদিন নিষমিত চাকুরী বাজাইতে বৈঠকখানায় জাসিযা জুটিল। মীরসাহেব অবশুই আসিবেন । যতক্ষণ না আসেন, ততক্ষণ কি করা ? গানবাজনা কবিতে সাহস হইল না। উভয়ে তাসখেলা কবিতে ৰসিলেন । খেলার মধ্যে পান, তামাক, হাসিতামাসা, খোলগল্প চলিতে লাগিল । খেলাটা হইতেছে—রঙ্গমার—দুই জনে খেলা—সেকালে দুইজনে তাসের ঐ খেলাই সৰ্ব্বত্র চলিত । তিনজন হলে ঐ খেলাই তিনহাতে—চারজন জুটিলে ৰিবিধবা বেশী সখ হইলে পাচইয়াবে গোলামচোর—কিন্তু বিবিধরাটাই সে সময জণকল খেলা। রগডেবও বটে—তিনজলে অভাবপক্ষে দুইজনে বঙ্গমাব— বসীরুদিন হবতনের টেক্কা ফেলিয়া বলিলেম-“তোমার চিস্তা কি ?” রূপসী অতি নমভাবে হরতনের দুবি ফেলিয়া একটু নডিয়া চড়িয়া বসিয়া ধলিলেন— আমার চিন্তার কথ! তুমি কি বুঝিবে, দুবেলা পেটপূজাতো এখানেই হয় । আবশুক হইলেই কিছু পাও । কাপড়চোপড়ের ভাবনাও বড় নাই ! প্রায়ই ব্যারিংপোষ্টে কাটিম যাম। হাত বুলাইয়া যাহা বাহির কর, ঘরেরগিরির জন্য ষ। কেনবার দরকার হয় তাহ কেন, আর চাই কি ? তোমার মভ সুখী কে ?” ৰসীরুদিন পীট উঠাইয়৷ হরতনের সাহেৰ ফেলিয়াই বলিলেন—“আচ্ছা এল দেখি !" রূপসীর হাতে হরতনের বিবি ৰ্যতীত আর হরতন ছিল না। বাধ্য হইয়া বিবিটি ফেলিয়া দিয়া ৰলিম্বেন—“দেখ দেখি ঘাড়টি ধরিস্কা বিবিটি আদায় করিলে, হিসাৰ থাকিলে এই রূপই হয় । হিসাবমত ৰদি সাহেৰ রোখকরে দাড়ায়, তবে সাধ্য কি বিবি না পড়িয়া যায় । বেহিসাবী হইলেই ৰিৰি অষ্ঠের সহিত ৰাহির হইয়া ষায় । তা গোলামেই কি, বদপাসের দুরি তিরিই ৰ! কি ? সকল কাজেই হিসাৰ আছে—হিসাৰের মাৱ বড় শক্তমার”— বসীরুদিন তাড়াতাড়ি পীট উঠাইয়া হরতনের লালাম ফেলিয়া বলিলেম “এবার কি দেবে দেও দেখি ।” রূপসী গোলামপ্রতি নজর করিয়াই বলিলেন— “এ গোলাম এখন সাহেৰের বাবা— রঙ্গেবঞ্চিৎ— করি কি ! আর দিবই বা