পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীন পথিকের মনের কথা Rbrst লালাইত । খাদ্যসামগ্রী জন্য কেনী লালাহত । খাদ্যসাগ্রী জন্য রন্ধনশালা বন্ধ । টাকা থাকিলে কি হইবে ? ক্রোড়পতি হইলে কি হইবে ? লোকের অভাব—খাদ্যসামগ্রীর অভাব অন্যদিকে প্রাণের আশঙ্কা। চারিদিকেই শঙ্ক, মুহূর্তে মূহুর্তে আতঙ্ক ও ভয ! মহাবিপদ যে কুঠিতে দিবারাত্র লোকজনের গতিবিধি, কাজকৰ্ম্মের গোলযোগে সৰ্ব্বদা গলজার । সৰ্ব্বদাই হৈ হৈ ব্যাপার, য়ৈ রৈ কাগু, আজ সে কুঠিতে জনমানবশূন্ত নিস্তব্ধ ! অলক্ষীব বাতাস বহিযা চারিদিকেই যেন হাহাকরে ! আঙ্গিনা, রাস্তা ঘাট, ঘাসজঙ্গলে একাকার ! কেনীর সংবাদ লইতে এক মীরসাহেব ভিন্ন লোক নাই । কিন্তু মীরসাহেবও সৰ্ব্বদা শশঙ্কিত, সৰ্ব্বঙ্গ ভীত । স1 । গালাম সুযোগ পাইয় আপন অভিষ্ট নানাপ্রকারে সিদ্ধ কবিতে মনস্থ করিয়াও, কৃতকার্য হইতে পারিতেছেন না। অনেকের অভিপ্রায় এই যে, মীরসাহেবকে কৌশলে আপন দলভুক্ত করা । একেবাবে নিমূলকরা কি কোন প্রকারে অত্যাচবকরা, ইচ্ছা নহে । প্রকাশ্যভাবে কেনীর সহিত দেখাসাক্ষাত মীরসাহেবের আর :সাধ্য নাই। প্রকাশু চিঠিপত্র চালাইতেও আর ক্ষমতা নাই । বিশেষ বিশ্বাসী দুই একটি লোককে ফকির সাজাইয়া ঝোলার মধো চিঠি দিয়া নিশীথ সমযে অতি সাবধানে খবর আনা-নেওযা করেন । নিজের লোকজন দ্বারা খাদ্যসামগ্ৰী ক্রয় করিয়া, অতি গোপনে শালঘর মধুয়ায় অপথে পাঠাইয়া দেন। কেনীর খাদ্যসামগ্ৰী সমুদায় কলিকাতা হইতে বিশেষ সাধানে দোবে—চোৰেদিগের সাহাষ্যে আসিতে আরম্ভ হইল। টাকার অসাধ্য কি আছে ? অনেক তিম্নদেশীয় লোক ক্রমে কুঠিতে আমদানী হইতে লাগিল। আত্মরক্ষা ভিন্ন অন্য কোন কার্য্যেই কেনী অগ্রসর হইতে পারিলেন না। আপাততঃ আত্মরক্ষাই একমাত্র কার্য্য মনে করিয়া তাহীরই উপায় করিতে লাগিলেন । মীরসাহেৰ যে কষ্টে না পড়িয়াছেন, তাহী নহে। তাহার প্রতি র্তাহার পরিবারপরিজন প্রতিবিদ্রোহীদল কোনরূপ অত্যাচার করিবে না, এ কথা প্রধানবৈঠকে সাব্যস্ত হইয়া গিয়াছে। তবে কৌশলে তাহাকে কষ্টে ফেলিয়া আপন দলে আনিবে, ইহার চেষ্টা বিশেষ রূপে হইয়াছে এৰং হইতেছে । মীরসাহেবের ধোপা, নাপিত, বেহারা সমুদায় বন্ধ হইয়াছে, চলাচল প্রতিবন্ধক হেতু নৌকাৰন্ধ হইয়াছে। অনেক চাকর, চাকুরী ছাড়িয়া চলিয়া গিয়াছে। এই কঠিন সময়ে দৌলতননেসা হঠাৎ পীড়িত হইয়াছেন, কোন কথা নাই, বার্তা নাই, অনিয়ম নাই, হঠাৎ একদিন তাহার মুখে ভূধৰিস্বাদ ৰোধ হইয়াছিল, তাহার পরদিবস হইতেই পেটেরপীড়া।