পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীন পথিকের মনেব কথ। Woe Y টাকার অসাধ্য কি আছে ? রেলওয়েলাইনের নিকট পুরাতন বাড়ি, নীলের কুঠি ইউজ, জাতঘর যেখানে যাহা ছিল, দ্বিগুণ চতুগুণ মূল্য দিয়া ক্রয় করিয়া ভাঙ্গিয়৷ যতসত্বর সম্ভব হইল পদ্মার বুকে ফেলিয়া স্পারের আয়তন বৃদ্ধি করা হইল। ঈশ্বরের মহিমা বুঝিতে সাধ্য কার! কেনার বাসগৃহ, কুঠি, ইমারতসমুদায় রেল কোম্পানীর দ্বাবা আনীত হইয়া পদ্মাগর্ভে নিক্ষিপ্ত হইল, কিন্তু স্পার টিকিল না। স্রোতে কোথায় উডিয়া গেল তাহা ভাবিয়া নির্দিষ্ট করিতেও ক্ষমতা রহিল না। কেনীর দালানের তট পর্য্যস্ত জগতের চক্ষে থাকিল না, যে স্পারে প্রায় সাত আট লক্ষ টাকা ব্যয় হইয়াছিল, সে স্পারসমেত পদ্মাব স্রোতে উডিয়া গেল । পথিকের মনের কথার প্রথম স্তর কেনীর প্রসঙ্গ-পরিণাম-ফলের সহিত শেষ হইয়া সমাপ্ত হইল। ー*ー