পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্তকুমারী নাটক \$) e \^) বসন্তকুমTরী নাটক প্রস্তাবনা । নটের প্রবেশ ) নট—( স্বগত) আহা ! কি অপূৰ্ব্ব সভা ! এ সভাব শোভা নয়নগোচব কোরে আমার অন্তঃরাত্মা যেন সন্তোষ—সাগবে সস্তবণ দিচ্ছে । অদ্য আমার জনম সফল হলে । নয়ন চরিতার্থ হলো । এই ক্ষুদ্রায়তন স্থানে বহুগুণ-সম্পন্নগণনায মহোদযগণের আগমনে কি অপূৰ্ব্ব শোভাই হযেছে, স্থানটি কি মনোহব রূপই ধারণ কবেছে । চমৎকাব শ্রেণীবদ্ধ দীপমালা যেন অসংখ্য তাবক/মালাব ন্যায শন্ত থেকেই সভাতলস্থ অন্ধকার একেবারে হরণ কবেছে ! কিন্তু এক-চন্দ্রের নিকট যখন গগনস্থ অগণনীয তারকাশ্রেণী দীপ্তি পায় না, তখন দীপমালা যে, এই উপস্থিত মহাত্মাগণের মুখচন্দ্রমাব কাছে মলিনভাব ধারণ করবে, এতে আব আশ্চৰ্য্য কি ? তবে প্রেয়সীকে ডেকে দেখি, যদি কিছু উজ্জল কবতে পারি। (নেপথ্যাভিমুখে) প্রিয়ে । যদি বেশ-বিন্যাস হয়ে থাকে, তবে একবাব এদিকে সভাতল সমুজ্জল কর । ( নটীর প্রবেশ ) নটী নাথ ! আমারে আবার কেন ডাকলেন ? নট—প্রিয়ে । দেখদেখি, কেমন চমৎকার সভা হয়েছে, ইন্দ্ররাজেব দেব-সভার শোভাও এ সভার শোভায় পরাজয় হয়েছে। তবে অনৰ্থক বাকচাতুৰীতে সময় নষ্ট নাকোরে কোনপ্রকার আমোদ-প্রমোদ দ্বারা উপস্থিত মহোদয়গণের চিত্তরঞ্জন কর । নটী—নাথ ! আপনিও আমোদ-প্রমোদ নিয়েই আছেন। তা যাহোক আমায় কি করতে হবে, আজ্ঞা করুন । নট—আজকাল ভদ্রসমাজে নাটকের অভিনয়ই প্রধান আমোদ বলে গণ্য হয়েছে। অতএব প্রিয়ে! তোমায় আজ একটি নুতন নাট্যাভিনয় করতে হবে। নটী—আজকাল নব্য-সমাজে নাটকের সমাদর হয়েছে বটে, কিন্তু এই সকল বিজ্ঞ জন-মণ্ডিত-সভায় নাট্যাভিনয় করা সহজ নয় । নট—তাতে ভয় কি ? গুণীগণ কি মূর্ণজনের দোষ গ্রহণ করেন ? তোমার এত