পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\oo 8 মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ ভয় কি ? তুমি একখান নাটক মনোনীত কব, আমরা অভিনয়ে প্রবৃত্ত इ३ । নটী— নাথ ! আপনিই মনোনীত করুন । আপনি উপস্থিত থাকতে কি আমি অগ্রে কোন কথা বলতে পারি ? নট-(কিঞ্চিত নিস্তব্ধ থাকিয়া) কিছুদিন হলো শুনছি বসন্তকুমাবী নামে একখানি নাটক প্রকাশ হয়েছে, অদ্য তারই অভিনয় কব যাক । নটী—বসন্তকুমারী ! কার রচিত ? নট-কুষ্টিয়া নিবাসী মীব মশাররফ হোসেন রচিত । নট-ছিছি ! এমন সভায় মুসলমানেব লিখিত নাটকেব নাম কললেন । নট--কেন ? মুসলমান বলে কি একেবারে অপদস্ত হলো ? নটী—তা নয়, এই সভায় কি সেই নাটকের অভিনয ভাল হয় ? হাজাব হোক মুসলমান ! নট—অমন কথা মুখে আনি ও না ; ঐ সৰ্ব্বনেশে কথাতেই ভাবতেব সৰ্ব্বনাশ হচ্ছে । নটী—নাথ ক্ষমা করবেন। আপনার আজ্ঞা অমাব শিরোধার্য্য । কিন্তু বসন্তকুমারী নাটকেব অভিনয় কোবে শেষে মনস্তাপ পাবেন, গঞ্জনার ভাগী হবেন । সভাস্ত মহোদয়গণেব মনোবঞ্জন করা দূবে থাক বরং তাদেব বিরক্তিই হবে । নট—প্রিয়ে মনোরঞ্জন না করতে পারি, রহস্য তো হবে ? সে-ও-এক আমোদ । তুমি আর বিলম্ব করন। একটি গান গেয়ে অভিনয় আরম্ভ কোরে দাও। নটী—সে কি নাথ ! আমি স্ত্রীলোক, এই সভার মাঝখানে গান গাবো ? নট—তাতে লজ্জা কি ? নটী—আপনি তা বলবেন বটে, কিন্তু, আমি তা পারি না, আমার ভারি লজ্জা । নট—{হাস্ত করিয়t) দেখ প্রিয়ে । এটি তোমাদের স্বভাব। পারো সব, করে। সব, কেবল লোকে বললেই লজ্জা জানাও । নটী—(ঈষৎ হাস্যমুখে লজ্জিতভাবে) আচ্ছ। আপনি বলছেন তবে গাই। গীত বসন্ত বাহার-আড়া। ফুটিল বসস্তফুল মোহনকাননে। (সই)