পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Koeb- মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ মচুন্য মাত্রেরই প্রধান শত্ৰু কামরিপু। ঐ ভয়ানক শত্রুর দ্বার জগতে কেন, সুরলোকেও কত কত কা গু সংঘটন হযেছে। দেখুন, সে ভয়ানক শব্রুেদমনে অক্ষম হয়ে সুরপতি ইন্দ্র গুরুপত্নী হরণ করে কেমন দুর্দশায় পতিত হয়েছিলেন ।—কেবল এই অদমনীয রিপুর ছলনায় লঙ্কাধিপতি দশানন সবংশে বিনাশ হয়েছেন। এ সকল তো মহারাজের অবিদিত নাই । রাজা—আপনি কি বিবেচনা করেন ? বৈশ—মহারাজ ! অগ্রে যুবরাজকে উপযুক্ত পাত্রীর সহিত পরিণয়সূত্রে আবদ্ধ করুন, শেষে বাজ্যাভিষিক্ত করবেন । রাজা—উত্তম যুক্তি বটে। অগ্ৰে বিবাহ দেওয়াই কৰ্ত্তব্য । কুমার এক্ষণে কোথায় ? ধৈশ—দ্রাবিড় থেকে যে বিচক্ষণ পণ্ডিত বাজধানীতে আগমন করেছেন, তারই সঙ্গে শাস্ত্রের তর্ক-বিতর্ক করছেন ; দেখে এসেছি । ( যুররাজের প্রবেশ ) নরেন্দ্ৰ—( প্রণাম করিযী যোড়কৰে ) পিতঃ । আজ আমার মৃগয়ায় যেতে বাসনা হয়েছে,—অমুমতি হলে মলুৱা থেকে অশ্ব আব জনকতক পদাতিক সৈন্য লয়ে মুগয়ায় গমন করি । রাজা—বৎস! তুমি মুগযযি যাবে মাতঙ্গ, তুরঙ্গ, সৈন্যসামন্ত অস্ত্রশস্ত্র যা ইচ্ছা লয়ে যাও, এতে আমার আদেশের অপেক্ষা কি ? ( যুবরাজ প্রণাম করিয়া প্রস্থান ) মন্ত্রী—মহারাজ ! তবে রাজকুমারের বিবাহের নিমিত্ত পত্রিী অন্বেষণে ভাট পাঠানো কর্তব্য । রাজা--তা তো পাঠাবেই । আর আজ থেকে বিবাহের আয়াজন ও কর । ( রাজা মন্ত্রী এবং তৎপশ্চাৎ প্রতিহারীব প্রস্থান ) দ্বিতীয় রঙ্গভুমি পুষ্পোদ্যান ( রাজা ও প্রিয়ংবদের প্রবেশ ) প্রিয়—মহারাজ আপনি যে শত শত টাকা ব্যয় করে এই সকল ফুলগাছ ভিন্নদেশ থেকে এনে নন্দনকাননের চেয়েও সাজিয়েছেন, এতে লাভ কি ? রাঙ্গ—এতে কি লাভ, তা তুমি বুঝবে কি? মনোরম পুশে নয়নেৰ গীতি-সাধন,