পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্তকুমারী নাটক c-> চিত্তের সস্তোষ-সাধন, আর সুবাসে হৃদয়ে আনন্দ জন্মে। এর চেয়ে লাভ আর কি আছে ? প্রিয়—(পদচারণ কবিতে করিতে মাথা নাড়িয়া ) মহারাজ ! ওঁ কথা শুনলেম না, ও কোন কথাই নয় । ও শুনবার যোগ্য কথা নয়। ফুল দেখলে মন খুসী হয় এও কি একটি কথা ! কোথায় ফুল আর কোথায় মন ! সম্বন্ধও ভারি। কি মজার কথা, ছোব না, দেখেই খুস এমন মনকে আর কি বলবে। মহারাজ । মহারাজ ! পেটভবে অহাবুটি না করলে হাজার শেণক হাজার দেখো, কিছুতেই মন খুসী নন। (উদবে হত দিয়া ) দেখুন, এই উদর এই অর্থভাণ্ডাব, ইনি পূর্ণ থাকলে ফুল না ও লেও মন খুসী হয়, চক্ষুর প্রীতি —জন্মে তবে বাজারাজড়ার মন কেমন লতে পারি না । তা যাই বলুন মহাবাজ ! ও সকল ফুলগাছেব চেয়ে আম, কঁঠাল, নারিকেল, জাম, জামরুল, পিচ, লিচু আৰ সাককচু গছ হলে, বড় আনন্দের বিষয় হত । আহা ! যদি এই সকল গাছই থাকতে। তাহলে কি শর্মারাম কক্ষপেটে খালিহাতে ফিরে যান ? ( দীর্ঘ নিশ্বাস । । রাজা—ওহে সে সকল গাছও তো আছে । প্রিয় –আছে তো বটে, কিন্তু কাজে পাই কহ এ বাগানে যেমন প্রত্যহই সন্ধ্যার সময় এসে পড়েন, সেও তো আপনারই বাগান, কই জন্মাবচ্ছিনে তো একদিনও পদার্পণ করতে দেখলুম ন তা সেখানে যাবেন কেন, ফুলগাছই যে আপনারে খেয়েছে । বাজা--বয়স্ত দেখ দেখি, এই বসন্তকালে উদ্যানস্থ সরোবরে কমলমালা কেমন ভঙ্গিতে প্রস্ফুটিত হয়ে নয়নের প্রতি সাধন করছে । পুষ্পের মধুগন্ধে উদ্যান কেমন আমোদিত হযেছে । ( নিকটস্থ শিমুল বৃক্ষ হইতে কোকিলের স্বর ) প্রিয়—( চমকিত ) ও কি ডাকে ? মহারাজ ! ও কি ?— রাজ–{ ঈষৎ হাস্য করিয়া ) আরে ভয় কি ? ও যে কোকিল । বসস্তকালের কোকিলের ডাক শুন নাই ? প্রিয়— নিতান্ত আগ্রহে ) মহারাজ । অন্তগ্রহ করে যে গাছে ডাকছে, সেই গাছটি অাব পাখিটি আমায় চিনিয়ে দিন ।