পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झंझेर्ंौ & 5 DDBBB BB BBBB BBBB BB BBBS BBD DBB BB DBB B BBB S জামি কহিতেছি যে, সুকুমার রাজকুমার জ্ঞাপনার দুহিতার জন্ত সুদীর্ঘকাল কাৱাবাস করিলেন, তাহারেই দান কর। রাজা তন্তু ৰণে উন্নতি হইয়। শুভদিনে শুভলগ্নে স্নকুমারকে রত্নবর্তী দান করিলেন । নগর উৎসবময়, রাজবাটী মঙ্গলময়, এৱং রাজপথ আনন্দধ্বনিতে প্রতিধ্বনিত হইতে লাগিল । এদিকে বাসরগুহে মহিলাগণ বরের আগমন প্রতীক্ষা করিতে লাগিল। কেন্থ গবাক্ষদ্বীরে বদনাপণ করিয়া, কেহ দ্বারদেশে দণ্ডায়মান হইয়া, কেহ বা অগ্ৰগামিনী হইয়া শ্রেণীবদ্ধ বাসস্তীতরুর ন্যায় শোভা ধারণ করিল। ওদিকে সন্ন্যাসী অমাত্যকে কহিলেন, মন্ত্ৰি ! মহারাজকে বল, আমি অদ্য রাজপুত্রের সহিত বাসরন্থহে যামিনী যাপন করির । মন্ত্রী এই কথা রাজাকে বলিৰামাত্র রাজা তৎক্ষণাৎ সম্মত হইলেন । মন্ত্রী মুকুমারের সহিত সন্ন্যাসীরে বাসরে লইয়া গেলেন। রাজকুমাৰ সন্ন্যাসীকে নিকটে দেখিয়া লক্ষায় মস্তক অবনত করিলেন। পূর্বাবধি ষে ষে ঘটনা হইয়াছিল, সেইসকল বিপদের কথা তখন স্মৃতিপথারূঢ় হওয়াতে বন্ধুবিচ্ছেদে মন আকুল হইল। এই অবসরে সন্ন্যাসী নিজরূপ ধারণ করিয়া ঈষৎ হাস্তবদনে সুকুমারকে কহিলেন, বয়স্ত ! চিনিতে পাব ? এখন বল দেখি, ধন বড় কি বিদ্যা বড় ? যুবরাজের শরীর লোমাঞ্চিত হইল। বিস্ময়ান্বিত হইয়া দেখিলেন, সেই আশৈশব-পরিচিতবন্ধু স্বমস্ত সম্মুখে উপস্থিত। তৎক্ষণাৎ তিনি হৰ্ষবিধাদে পরিপূর্ণ হইয়া সাশ্রনয়নে বন্ধুকে আলিঙ্গনপূর্বক উচ্চৈঃস্বরে ক্ৰন্দন করিয়া উঠিলেন। আনন্দ্রে তাহার মন এমনি বিহ্বল হইয়াছিল যে, পুনঃ পুনঃ বন্ধু বন্ধু শব্দ উচ্চারণ করিয়া চিত্রপুত্তলিকার ন্যায় অনিমিষলোচনে বন্ধুর মুখপানে চাহিয়া বৃছিলেন। দৃষ্টি আর ফিরিল না। উভয়ের চিত্তে জলধিতরঙ্গের স্যায় প্রণয়হিপ্পোল বহিতে লাগিল । মধ্যে মধ্যে সাগর যেমন বায়ুপ্রতিঘাতে বেলাকে আঘাত করে, সেইরূপ তাহাদিগের দুঃখজম্বাধি চিস্তাবায়ুর প্রতিঘাতে স্ফীত হইয়া হৃদয়কে আঘাত করিতে লাগিল । কস্তাজামাত বাসরগুহে কিরূপ প্রেমালাপ করে, পুরবাসিনীগণ সচরাচর তাহ দেখিতে অভিলাষিণী হন, তাহাতে আবার বাসরগুহে সন্ন্যাসী আছে, এই আশ্চর্য্য ঘটনা দেখিবার জন্ত র্তাহাদের কৌতুহল আরও বৃদ্ধি হইয়াছিল। যাহারা গবাক্ষের পাশ্বে দাড়াইয়াছিলেন, তাহার গৃহমধ্যে হঠাৎ সন্ন্যাসীর রূপপরিবর্তন, জামাতার সহিত আলিঙ্গন, জামাতার ক্রমান এবং পরস্পরের সঙ্গেহ-সম্ভাষণ দর্শন করিয়া