পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্তকুমারী নাটক \צ צס প্রিয়—আমিও ভালই গেয়েছি । আপনি এর অর্থ বুঝেছেন ? বাজা—বুঝবো না কেন ? প্রিয়—ন, আপনি কখনই বুঝতে পাবেন নি, যদি এর অর্থ বুঝতেন তাহলে কি আর এই কুখসময়ে স্ত্রী-বিহীন হয়ে এক থাকতেন ? আমি বৎসরাবধি বলছি যে, মহারাজ বিয়ে করুন—বিয়ে করুন । আপনিও সুখী হবেন, শৰ্ম্মাও পেটটি পুরে আঙ্গারটি করবেন । রাজ–তুমি পাগল হয়েছ । অামাব কি আর বিবাহের সময় আছে । নবেন্দ্র পূর্ণবয়স্ক হয়েছেন, তাবই বিবাহ দিতে মনস্থ কবেছি । এতেই তো তোমার আহারেব যোগাড় হচ্ছে । প্রিয়—সে তো গড়ানই রযেছে । ছেলে থাকলেই বিয়ে দিতে হয় । দশজনার আশীৰ্ব্বদিও লইতে হয় । আপনি বিয়ে কললে ছাই মনেও হয় না । একেবালে ছক্কাপাঞ্জা মেবে নিতুম । বাজ বিষে খেতে খেতেই যুবরাজের বিযেব পালা আসতো । পাজা—না হে ! আব বিবাহ করতে বাসনা নাই । এ বয়সে বিবাহ কবলে দেশ শুদ্ধ লোকে আমায় নিন্দ করবে । gggSBBB BBB BBB BB BBB BB BBBS BBBB BBSBBBBBB নাম--লোকের নিন্দায় কি হয় । নিজুকেব মুখ বন্ধ করতে কতক্ষণ লাগে । আজকাল যথার্থবাদী উচিত বক্তা কে আছে মহারাজ ? যিনি একটু মাথা তুললেন, রাজবিধি খাটাতে হবেনা, শাসনদণ্ডেব সাহায্য লইতে হবে না । সেই থেউ খেউ, হেউ হেউ ববের সঙ্গে সঙ্গে কিছু বসাল গোচের (দক্ষিণ চক্ষু বুজিয়া) ফেলে দিলেই মুখ বন্ধ হযে যাবে। সে ভার এ-শৰ্ম্মার। পাজা—তাতো মানলেম স্বয়সের কি ? এ বযেসে কি আব বিবাহ সাজে ? প্রিয— সে কি মহারাজ ? ললেন কি ? কিসের বয়েস ! আপনার চুল পেকেছে ? কই ? আমি তো একটিও পাক দেখতে পাষ্ট না। একটিও তো কাল হয় নাই । যেমন সাদা, তেমনি পর ধব করছে । তবে আপনি বিয়ে করবেন না কেন ? কিসেব বয়েস ? আপনার যে বয়েস এর চেয়ে কত অধিক বয়েসে কতশত লোক বিয়ে করে বংশবৃক্ষা করছে। সামান্য কথায় বলে থাকে যে, স্ত্রীমলে ঘরশূন্ত হয। আপনার কোটাঘর বলে কি আর শূন্য