পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S I R মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ হবে না ? আমি ষোড়হাতে বলছি মহাবাজ বিয়ে করুন। আপনিও সুখী হবেন, গরীব বামুনের ছেলেও পেটভরে খেতে পাবে। বুঙ্গি—{ কিঞ্চিৎ ভাবিয়া ) ওহে, মনে কর যেন আমার বিবাহ করতে ইচ্ছাষ্ট হলো, উপযুক্ত পাত্রী কোথা পাবো ? প্রিয়—মহাবাজ কি কথাই বললেন, হাসী রাখবার স্তান আর নাই । ঘরের লক্ষ্মী ঘরে না থাকলে বুদ্ধির স্থির থাকে না । মহারাজ যত্ন করলে কিনা হয় ? যত্ন করে লোকে সাগর থেকেও মণিমুক্ত তোলে, আর একটা মেষে পাওয়া যাবে না ? এতে তুচ্ছ-কথা । আর মহাবাজ । চিবকালটা রাজা-রাজড়ার সহবাসেই কাটালেম, আগাগোডা বেঁধে বড়লোকের কাছে কথা বলতে হয়, তা আমি বেশ জানি । শৰ্ম্ম! কি তাক যোগাড় না করে প্রকাশ করেছেন ? রাজা—কি রকম যোগাড় ? প্রিয়—মহারাজ ! অভাব কি ? আপনাব যে বাণ মবে গেছেন অবিকল সেই রকম মেয়ে পাওয়া গেছে ববং তার চেয়ে সবস লঙ্গ নিরস হবে না । রাজা—তবু কোথায ? প্রিয়—মহারাজ ! মনে পড়ে ? সেই আপনি একদিন নগর ভ্রমণে আমায় সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, স্মরণ হয় ? আমি কত-কৌশলে আপনারে দেখিয়েছিলুম। আপনি অনেকক্ষণ পর্যন্ত স্থিরভাবে দেখতে দেখতে বললেন, এই কমলটি প্রস্ফুটিত হযে যে মহাত্মার হস্তে পড়বে, তিনিই জগত সুখী, তারই জীবন সার্থক । মনে পড়ে ?---ঐ যে — রাজা—-হা হা মনে হয়েছে । সে কি রকমে হবে ? প্রিয়—হা ! হা! কি রকমে হবে এই বুদ্ধিটুকু এখন রাজ-রাজেশ্বরের মাথায় নাই। হায়রে গৃহলক্ষ্মী, মহারাজ ! আপনি অল্পমতি কললে আবার হবে না, অধীনে থেকে তার এত ক্ষমতা যে মহারাজের সঙ্গে বিয়ে দেবে ন! ? রাজা—মহারাজ হলে কি হবে ? তার বয়স অতি অল্প, তার মা, বাপ স্বীকার হবে কেন ? প্রিয়—মহারাজ বুঝেছি। আর বলতে হৰে না. মাতৃ-পিতৃ-বিযোগে আজীবন দুৰ্দ্দশা-রাজ-মস্তক গ্রী-বিয়োগ ভারে অবনত । বুদ্ধির বিপৰ্য্যয় । হায়রে