পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰসম্ভকুমারী নাটক \כ\ צס লক্ষ্মী। হায়রে গৃহলক্ষ্মী ! গৃহভূষণ । কি পরিতাপ, কি পরিতাপ, রাজ বীরেন্দ্র সিংহেব মতিভ্ৰম মহারাজ । আপনার সঙ্গে বিয়ে দেবে না বলেন কি ? প্রস্তাব মাত্র সম্মত । যদি না হয় তবে এ গলার এ সাদামত আর গলায় রাখবো না ছিঁড়ে অগ্নিদেৰে উপহার দিয়া যা ইচ্ছা তাই করবে। । , রাজা—তবে তুমিই কেন ঘটকালি কর না ? ঘটকালি পাবে। প্রিয়—{ হাস্য মুখে । মহারাজ ! আমি কিছুক্ত চাই না । আমি আপনার ( পেটে হাত দিয়া । এই হলেক হ’ম ! রাজ1–আচ্ছা তাই হলে । প্রিয়—তবে শৰ্ম্ম বায় চল্লেন । প্রস্থান । রাজা- (স্বগত ) যুবরাজের বিবাহের আয়োজন হচ্ছে । এ দিকে প্রিয়ংবদ ও আয়োজনে প্রবৃত্ত হল। কি কবি প্রিয়ংবদ কুতকার্য্যই হয় ; তৰে বিশেষ গোপনে এ কার্য্য সম্পন্ন ক বা চাই এ বয়সে আর লোক জানাজানি করে আবশ্বক নাই । যুবরাজের বিবাহের আয়োজন হতে হতে যদি এ দিকে ঘটে যায়, তাতেই বা এমন ক্ষতি কি ? দেখি কোথাকার জল কোথায় গডাফ, কাব মেয়ে তার জীবনের ভাব হয়েছে যে দেথে শুনে আমার সঙ্গে বিযে দেবে। কপালে কি আছে বলা যায় মা প্রস্থান ) তুতীয় রঙ্গভ-মি ( ভোজপুর ; বসন্তকুমারীর- বাসগৃহ ) বসন্তকুমার-- শয্যা হইতে উঠিয়া চক্ষু মুছিতে মুছিতে ) হায় ! কোথা গেল ? এত কথা, এত ভালবাসা, এত প্রেম, শেষে সকলি ফাকি । শুধু ফাকি নয় --প্রাণ মারিয়া ফাকি ! কি নিষ্ঠুর । কি নিষ্ঠুর । ন!—ন। তাই বা বলি কিসে ? ধৰ্ম্ম সাক্ষী করে কণ্ঠহাব বদল হয়েছে, ( হারের প্রতি চাহিয়া ) একি ? কি সৰ্ব্বনাশ ! এ কার হার ? এ হার কাৱ ? এ যে আমারই হার । কথা কি ? হায় ! হায়! এব অর্থ কি ? না না আমি দেখলাম কি ? একি স্বপ্ন ? না না তাই বা কি করে হয় । আমি স্বহস্তে র্তার গলায় হার পরাইয়াছি । তিনি ও তার গলার হার খুলে আমার গলায় পরিয়েছেন । লে হার কই ? এ বে আমারই হার । (কণ্ঠ হইতে হার খুলিয়: ) এই ৰে