পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ טאגb\ রাজা—কোন অসুখ হয় নাই, তবে একি ম ? তোমার চক্ষে জল কেন ? তোমার মুখ মলিন কেন ? তোমার সেই একপ্রকার চঞ্চল ভাব, অস্থির-মন কেন মা ? তোমার অভাব কি ? তুমি আমার একমাত্র কন্য, এ-রাজ্য, ধন, সকলি তোমার । তোমাব মনে কোন দুঃখের কারণ না হইলে চক্ষে জল আসবে কেন মা ! আমাব যে একটু সন্দেহ ছিল তা মেঘমালার কথায় আর নাই। মা ! তোমার মনের কথা বলে। কোন দাসী কি অন্য কেহ লেমকে কিছু বলে থাকে, কি তোমার অবাধ্য হয়ে থাকে, তোমাকে অবজ্ঞা করে থাকে, বল । এখনই তীব সমূচিত শাস্তি বিধান করছি । BBBS BBBB BBBSBBB S BBBBS BBB BB BKK BB BB S BBBB কেউ কোন কথা বলে নাই । কোন কথাস অবজ্ঞা কবে নাই । আমার মনে ও কোন কষ্ট হয় নাই । ক্রনন ) ; রাজা-মা ! বৃদ্ধ বয়সে আর আমব অন্তরে ব্যথা দি ও না। মা ! তুমি তোমার মনের কথা স্পষ্টভাবে বল ; যে প্রকার অসুখই হয়ে থাকে গোপন করে। না । মা ! আমি তোমাব পিতা. আমার কাছে মিথ্যা বলিলে মহাপাপ । তুমি অবোধ নও, মনেব কথা বল বৈদ্য, গণক, রাজপুরীতে সকলি উপস্থিত আছেন। কোনপ্রকার লোকের অভাব নাই এই মুহুর্তেষ্ট তাহাদিগকে আনিয়ে তোমার চিকিৎসায় নিযুক্ত করিতেছি । বসন্ত-পিতঃ । আমার কোন পীড়া হয় নাহ। বৈদ্য, চিকিৎসক, গণকের কোন আবশ্যক নাই । আমাৰ কোনপ্রকার ঔষধের প্রয়োজন নাই । আমি— { ক্রনন ) রাজা—(সজল নয়নে ) হ ! এ পুরৗধ আর মঙ্গল নাই । বাজলক্ষ্মীর সঙ্গে সঙ্গে সকলি চলিয়া গিয়াছে ; ( মেঘমালাকে সঙ্কেতে ভাকিয়৷ মৃদু মৃত্যু স্বরে ) বসস্তের হাবভাব দেখে আমার বড়ই সন্দেহ হচ্ছে, উন্মাদের পূর্ব-লক্ষণ । মেঘ-আমি ভেবে কিছুই স্থির করতে পাচ্ছিন । রাজা-মা তুমি বসস্তের কাছ ছাড়া হয়োনা ; আমি মন্ত্রীর সহিত পরামর্শ করে বৈদ্য, জ্যোতিবিবদ, বোজ সংগ্রহ করে এখনি আসছি। সাবধান বসন্তের কাছছাড়া হয়োনা । মা । আমার বসস্তের কেউ নাই । ( রাজার প্রস্থান ) মেঘ—সই ! সেধে সেধে গান শুনেছ। কত মাথার কিরে দিয়ে কথা বলি