পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্তকুমারা নাটক ৩১ 4 য়েছ ।আজ আমি মিনতি করে তোমায় শুনাতে চাচ্ছি তুমি শুনৰে না ! একি কথা ? আর সখী ! আমি তোমার বাল্যকালের সখী, আমার কাছে এত গোপন কেন ? কি হয়েছে ?--কার জন্যে এত,— বসন্ত—দেখ ভাই ! আমার মন ভাল নাই তুমি আমায় ক্ষমা করে । কোন কথা আমণব ভাল ৰোধ হচ্ছে না । মেঘ—আর একটি গান কবছি – বসস্ত—না সখী ! আমি বিনয় করে বলছি । তোমার গানে আমার মন আরো— ( হাসিতে হাসিতে বসন্তকুমারীর দাসীর প্রবেশ ) মেঘ—ওলো । তোব আবাব কি হলো ! এশ হাসি কেন ? হতভাগিনী স্থির হয়ে কথা বল, কথা নাই বার্তা নাই শুধুই ইসি কথাটি কি । দাসী – পুনরায় হাসি ) মেঘ—(দাসীর হাত ধরিয়া খেপি ! আবার হাসবি তো মার খাবি। রাজ কুমাবীব অসুখ, তোর হাসি ধবে না । দাসী— হাসিতে হাসিতে ) ঐ অমুখের জন্যই তো গণকঠাকুর গণে বলেছে । রাজদরবারে কি কমলোক জুটেছে ? বাজা অস্থির হয়ে গিয়েছিলেন, মন্ত্রীর মুখে কথা ছিল না। এখন সকলেই হাসিখুসিতে আছেন । মেঘ—আরে! ভেঙ্গে বলন আমিও একটু স্বস্থির হই। সখীকেও স্বস্থির করি। দাসী—( হাসিতে হাসিতে ) না না আমি বলতে পারবো না । মেঘ—( কৃত্রিম-বোৰে ) তোকে বলতেই হবে । বলবি না ? দাসী—কিন্তু কানে কানে অথচ একটু সরে গিয়ে । { মেঘমালার কানে প্রকাশ এবং হাসিতে হাসিতে বেগে প্রস্থান ) মেঘ—সখী ! জ্যোতিষ-শাস্ত্র বড় কঠিন ! কোনকথা গোপন রাখবার ক্ষমতা নাই। সাতপুরু চৰ্ম্ম-মাংস-অস্থির মাঝের কথা জ্যোতিসে প্রকাশ করে। ধরা পড়েছে, আর বলব কি t মনের কথা আমাকে বললে না । এখন রাজসভায় কথা ভাঙ্গচুর হচ্ছে। বসন্তু—(মৃদুস্বরে ) কি কথা সখী ? কি কথার ভাঙ্গচুর হচ্ছে বল ! মেঘ—তুমি বললে না ! আমি বলব কেন ?