পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসস্তকুমারী নাটক \ó: ጏ ( দুবে যুববাজ নবেন্দ্র ও শবৎকুমাবের প্রবেশ ) সরমা-চুপ কপ দিদি ৷ চুপ কব । ঐ যুবরাজ আসছেন । মন্ত্রীপুত্র শরৎকুমারও সঙ্গে আছেন । আমরা যে সকল কথা বলবিলি কবেছি, বোধহয় আড়াল থেকে ওবু সকলহ শুনতে পেয়েছেন । বিমলা—( পশ্চাৎদিকে দৃষ্টি কযিয়া জিহবা দংশন এবং ঘোমটা দিয়ে বেগে প্রস্থান, সবমা ও জল-কলস লহয়; পশ্চাৎ পশ্চাৎ গমন ) শরৎ—যুবরাজ ! শুনলেন তো। পাডার মেয়ে দুটি কি বলে গেল। শুধু আমিই যে বলি, তা নয়, মেয়েবfও মহাবাজকে ধিক্কার দিচ্ছে । বাজ্যের অপরসাধাৰণ সকলেই মহারাজেব নিন্দ করছে । নরেন্দ্ৰ—মি গুঞ্চজনের কথায় কথা কওয, আমাদেপ ভাল দেখায় না, পিতা অবশ্লাক অগ্র-পশ্চাৎ বিবেচনা করেই পুলবায় দাবপরিগ্রহ করেছেন । সামান্তলোকে তীব ভাৰ ক বুঝবে ? আব আমরাই বা কি বুঝতে পারি? শপৎ— ন!—ন!—আমি যে কেবল বিবাহের জন্মেষ্ঠ বলছি তা নয় । দেখুন ! অমাতাগণ, সভাসদগণ, প্রজাগণ, সকলেই মহাবাজেব প্রতি অসন্তুষ্ট, মহারাজ মাসাবধি বাজকার্য একেবারে পবিত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ভে সাক্ষাৎ পর্যাস্ত হয় ন! ! সি হসিন শূন্য থাকলে যে বাজ্যের কি দশা ঘটে, তা বুঝতে পাচ্ছেন, দুর্জনের নিরীহ প্ৰজাগণের প্রতি দৌরাত্ম্য করে তাদেব সৰ্ব্বস্বাস্ত করছে । কৰ্ম্মচারীরা খোলা মহল পেয়ে, দেদাব লুট আরম্ভ করছে। প্রভুত্ব প্রকাশ করতে কেহই ক্রটি করছে না। প্রজাগণ বাতব হয়ে, বিচাবের প্রার্থনীল রাজবাটতে প্রত্যহই আসছে ; সমস্তদিন অনাহারে থেকে স্নানমুখে সন্ধা’র সময় বাড়ি ফিরে যাচ্ছে । বিশেষ অনুসন্ধানে জেনেছি, বিপক্ষ রাজারা যুদ্ধসজ্জার উপক্রম করছেন। রাজা সৰ্ব্বদাই অস্তঃপুরে নববিবাহিত বাণীর মন্দিরে থাকেন, রাজকার্যে মনযোগ নাই ; দেশে দেশে এই ঘোষণা হয়েছে। অন্য অন্ত রাজারা মহারাজের রহস্য নিয়েই আমোদ করছেন। নরেন্দ্ৰ—মিত্ৰ ! এতদূর হয়েছে? —আমি এর কিছুই শুনতে পাইনি । শুনবোই বা কি করে ? আমি তো প্রায় মাসাবধি রাজধানীতে ছিলেম না। শরৎ—বডই অন্যায় হয়েছে। ఏ )