পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্তকুমাৰী নাটক ૭ર. হয়েছে, তা ৪ নয়, অনেকেরি এই দশা ? বেলতী—না—ন!—আমার মত হতভাগিনী আর কেউ নাই । আমি যেমন জলছি, শত্র ও যেন এমন না জলে । মালতী—তা যাই বল, রাজা কিন্তু তোমায় বড় ভালবাসেন, প্রাণের সঙ্গে ভালবাসেন । শুনেছিলাম, যুবরাজকে এক মুহূৰ্ত্তও চক্ষের আড়াল করতেন না, তোমায বিয়ে করে অবধি তাকে মনেও করেন না, একটিল'ব নামও করেন 六 | বেবতী—( ব্যস্তভাৰে চতুর্দিক অবলোকন করিযা ) মালতী ! ভালকথা মনে করেছিস ; নবেন্দ্রকে যেকথা বলতে বলেছিলুম, বলছিলি তো ? মালতী—তুমি যে কথা বলতে বলেছিলে, আমি তাব দর্শগুণ বাডিয়ে বলেছি, তিনি শুনে দুটি চক্ষু পাকল করে আমার পানে চেযে রইলেন । আমি সেইভাব, ভক্তি দেখেই পালিয়ে প্রাণরক্ষা কললেম । মাগো । ও আমার কাজ নম ; বেবতী— ( চক্ষু হঠতে জল পতন ) এখন চক্ষে জল পড়ছে, যখন যুবরাজকে একদুষ্টে দেখেছিলি, তখন আগপাছ ছিল না । মালতী ! যুবরাজকে সেই অবধি দেখে আহারনিদ্রা কিছুতেই সুখ নাই । সৰ্ব্বদাই যেন সেই কথা মনে পড়ে ; তুষ্ট আজ আবাব যা, আমার এই যেন সেইকথা মনে পড়ে তুই আজ আবার যা, আমার এই সব দুঃখের কথা ভাল করে বোলগে ? BBuS BBB BB BB BBB BS BBB BBB BB BB K S বাজকুমারের চোখ দেখলেই ভয়ে আমার গা কঁপতে থাকে । আমি কি আর র্তাব কাছে যাই ? গেলেই বা কি হবে ? তিনি তোমাব নামও শুনতে পারেন ন” ; বেৰত — দুঃখিত স্বরে ) আমিই যেন তারে দেখে একেবারে পাগল হয়েছি, তিনি তে: আমায় দেখেন নি, চার চোখ একত্র হলে তবে বোঝা যাবে । মনের কি ভাব, তাও জানা যাবে । হায় ! পিতামাতার যথার্থই চক্ষু ছিল না । বাজাকে চোখে দেখতে পেলেন, আর যুবরাজকে চোখে দেখতে পেলেন না । ( দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করিয়া ) যুবরাজ ! তুমিই অামার তযেছিলে " যুববাজ ! তুমিই আমার--