পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ෆථR - মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ সে তো সভার মধ্যেই প্রকাশ করেন । জননীব মৃত্যু অবধি মুরি অন্তঃপুরে ডাকেন না, আজি হঠাৎ কেন ডাকলেন ? শরৎ—পিতা ডেকেছেন তাতে আর কেন ডাকলেন, কি বৃত্তাস্ত, তার তর্কবিতর্ক কেন ? বোধহয কোন আবশ্বক আছে । নরেন্দ্র—তবে তুমি এখন বিদ্যয হও, আমি অস্তঃপুর থেকে একবাব আসি । { উভয়েব প্রস্থান ] দ্বিতীয় রঙ্গভ.মি বাজীপ প্রদোষগুহ {ৱীবেন্ধ, নরেন্দ্র, বেলতা ও মালতী আসীন ) BBBSBBB S BBBB BBB B DD BBB DBBBS BB BBBB BBBS করন । তুমি বিবিধ শাস্ত্রে মুশিক্ষিন হযে়েছ, তোমায আর কি উপদেশ দিব, চতুদিকে তোমাব যশোখ্যাতি-ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছে । অপরের মুখে তোমাব সুখ্যাতি শ্রবণ কবে আহিলাদে আমাক চিত্ত নৃতা করচে। রঘুকুলতিলক রামচন্দ্র যেমন বংশ উজ্জল করেছিলেন, তেমনি তুমি আমার কুলতিলক । তিনি যেমন কৈকেয়ীর আঞ্জা প্রতিপালন কবে জগতে চিবস্মরণীয় হয়েছেন । বাপু ! তুমিও তোমার বিমাতার আদেশ প্রতিপালন করে ভূমণ্ডলে সেইকপ কীর্তি স্থাপন কর। মধ্যে মধ্যে অন্তঃপুরে এসে বাণীকে মা বলে সম্বোধন কবে তাব আজ্ঞ" প্রতিপালন কব, সস্তানের কৰ্ত্তব্য-কার্যে যেন কোন অংশে ক্রটি ম: হয় । রেবতী—মহারাজ ! আমি বিমাতা বটে, কিন্তু আমার মন তেমন নয। ভগবান আমায়—কবেছেন, কাজেই নরেন্দ্রের মুখপানে চেয়ে থাকতে হয় । মহারাজ ! যুবরাজ আমায় ভালবাস্তন আর না বামুন, আমি তাকে আপনার প্রাণের চেয়ে ও ভালবাসি । মালতী— করযোডে ) মহারাজ ! মন্ত্রী বৈশম্পায়ন কতকগুলি কাগজপত্র নিয়ে দরজায় দাড়িয়ে আছেন । বীরেন্দ্ৰ—কি আপদ ! যদি ক্ষণকাল অন্তঃপুরে এসেছি, এখানেও প্রধানমন্ত্রী ! ক্ষণকাল স্থির থাকতে দেননা । ওঁরাই আমারে পাগল করলেন ।