পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্তকুমাকী নাটক ○○○ রেবতী—এ কেমন কথা । কাজ থাকলে আসবেন না । মন্ত্রীবর যখন অস্তঃপুর পর্যাস্ত এসেছেন, তখন বিশেষ কে 'ম দরকার না থাকলে কখনই আসতেন না। আপনি না যেতে পাবেন, মন্ত্রীববকে আসতে অল্পমতি করুন। বীবেন্দ্র--( অ}গ্রহপূর্বক ) মালতী ! তবে মন্ত্রীকে ডাক । মন্ত্রীব প্রবেশ ) নৈশ– কবযোডে ) বাজ বিজয় সিংহ দৃনের ছবি মহাবাজেল কাছে এই পত্র পাঠিয়েছেন । বীরেন্দ্ৰ—পত্র শেষে শোনা যাবে. দূত মুখে কি বললে ? বৈশ-কিঙ্ক সিংহের কন্য। বসন্তকুমাৰী– নবেন্দ্র মন্ত্রীব মুখপানে দৃষ্টি করলেন ) স্বয়ম্বব হবেন, অন্ত দেশীয় বাজপুত্ৰগণ সেই সভায় আহত হবেন, বিজযসি-ল্প বসস্তক্রমণীর একখানি ছবি আল এই পত্র মহারাজের নিকট পাঠি মেচেন | বীবেন্দ্ৰ— আচ্ছ, পত্র পড । বৈশ–( পত্র পাঠাবস্ত । প্রিয়তম রাজন ! আমার প্রাণাধিক দুহিতা রসস্তকুমারীর স্বযসবসভা । কন্যা আপনার ইচ্ছানুসারে স্বয়ম্বর হইয়াছেন। অতএব তাহার চিত্রিত প্রতিমুক্তি আপনার সমীপে প্রেরণ করিতেছি, অধীনস্থ রাজকুমারগণকে স্বয়ম্বরসভায় প্রেরণপূৰ্ব্বক বধিত করিবেন। আর প্রাণাধিক কুমার নরেন্দ্র এবং আপনিও সভাস্থ হন, এই আমার নিতান্ত অভিলাষ । একান্তই আপনার বিজয় সিংহ । বীরেন্দ্ৰ—ভোজপুর অধিপতি এইবারে অতি সুবিবেচনার কার্য্য করেছেন, এতে কোনপক্ষেরই আপত্তি থাকবে না । মন্ত্রীবর ! আমার শরীর তো সৰ্ব্বদাই অসুস্থ ; তুমি লোকজন সঙ্গে দিয়ে নরেন্দ্রকে ভোজপুরে প্রেরণ কর। ( কুমারের প্রতি ) বৎস নরেন্দ্র । সকলি তো শুনলে, ভোজপুর অধিপতির কন্ত স্বয়ম্বর হয়েছেন। -r- -- (নরেন্দ্র পিতৃচরণে প্রণাম করিয়া অধোবদনে প্রস্থান ) বীরেন্দ্র—তবে এক্ষণে চলুন, সভায় গিয়ে সভাস্ত সভ্যগণ সহিত অন্য বিষয়ের