পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

WこWこS) মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ ছবিখানি নরেন্দ্রের কাছে পাঠাচ্ছিলেন । আমি দেখি, বিষম বিভ্ৰাট ; নরেন্দ্রের বিয়ে হলে সে এই রাজ্যের রাজা হবে, তাহলে আর আমার মান, গৌরব কিছুই থাকবেন, আর যা হবে, বুঝতেই পরিছ। মালতী—কেল থাকবেনা মহিষী ? কুমাব তোমায় যে বকম মান্ত করেন তাতে তিনি বিয়ে কবলেই যে একেবারে দয়, মায কাটাবেন, এ তে আমবি কখনঙ্গ বিশ্বাস হয় না । লেবতী—তুষ্ট য। বলিস মালতী ! কিন্তু আমার তো সন্দেহ ঘুচ্ছে ন! । মালতী—এত সন্দেহ কি তে মবি ? বেবতী—সে আমার আত্মাই জানে, আর আমিই জানি । মালতী— কাজমহিষী ৷ তাতেই বা বিশ্বাস কি ? বসন্তকুমারী স্বয়ম্বব হযে কার গলম মালা দেবে, ত’ কে জনে ? সেজনে তোমার এত সন্দেহ কেন ? ই, তবে যদি জানতেম, সম্বন্ধ ঠিক হয়েছে, যুবরাজই বর হয়েছে, এ বিয়ে হবেষ্ট হবে, তবেই যাহোক । এ তে তা নয় ! এটি বারোয়ারি বিযে, কার কপালে কি আছে, বসন্তকুমারী যে কার হবে, আমি আন্দাজ করি বসন্তকুমারীও তা জানে না। এর জন্তে তোমাব এত ভাবনা কেন ? এখনই কি ? রেবতী—তুই বলিস কিবে । শত শত মলিনবেশে ও সভাস একপাশে বসে থাকেন, আর এই মেয়েটি যদি ব; জ ァ 了 র び १ J (, র 3 지 f র য 衍 অ स्टि ( পটের প্রতি নির্দেশ করিয়; ) যথার্থই রমণীকুলে জন্মগ্রহণ করে থাকে, মুনিকতাই হোক, আর দেবকল্পই হোক, বিধি যদি উপযুক্ত নয়ন দিয়ে থাকেন, তাহলে সভা মধ্যে নবেন্দ্রকুমার ভিন্ন আর কাউকেই চক্ষে দেখবে ন ; যুবরাজকে মাল পরাতে হবে । পটে যে রূপ দেখা যাচ্ছে, এব চেয়েও যদি সে শতগুণে রূপবতী হয়; নরেন্দ্রকুমারের মুখপানে একবার নয়ন পড়লে যে ফিরে উলটে পলক ফেলবে, সে পথ আর থাকবে না। যতই কেন লজ্জাশীল হোক না, একদৃষ্টে সেই মুখপানে চেয়ে থাকতেই হবে । মালতী—দেখবে যুবরাজ তে ভোজপুরে যাবেন, কি করে সুসেন শেষেই দেখে —এখন আর কিছুই বলবনা , দুদিনের চাদ হলে ঘরে বসেই দেখতে পাব।