পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্তকুমারী নাটক SSసె লহরী খেলিছে যেন সাগরের বাবি দূরে যায় ফিরে আসে লহরী যেমন তেমনি তোমায় আমি জানি প্রাণধন। বলে কি জানান যায় মনেব বেদন । যে ভুগেছে সেই জানে যাতনা কেমন । তদবধি ভুগিতেছি আমি অভাগিনী । খেতে শুতে সুখ নাই দিবস যামিনী । হেরিয়ে মোহনরূপ ভুলিয়াছে মন । হৃদয়ে রয়েছে গাথ মুরতিমোহন ৷ ভুলেছ, কটাক্ষশবে হরে নিয়ে মন । মনে মনে জানি আমি তুমি প্রাণধন। বিরহিণী একাকিনী ছিলাম কাননে । যে দিন ভ্ৰমিতেছিলে শরতের সনে !! মালতী আমাব সনে ছিল সে সময় । সাক্ষী দিবে কটাক্ষের মিথ্যাকথা নয় । চুরি করিয়াছ মন হইয়াছ চোব। তদবধি মনচুরি হইয়াছে মোর। জপিতেছি কতদিনে হইবে মিলন । বাচাও বাচা ও প্রাণ প্রিয় প্রাণধন । তোমারই প্রেমভিলাষিণী রেবতী । মালতী—বেশ হয়েছে। এখন দেখব যুবরাজ আমার উপর কেমন করে চোখ রাঙান। ( রাজার প্রবেশ ) মালতী—( নি:শব্দে দুরে দগুীয়মান ) বীরেন্দ্ৰ—( ৱেবতীর হস্তে পত্র দেখিয়া ) প্রিয়ে ! কোথায় পত্র লিখছ ? রেবতী—( সক্রোধে ) সে কথায় তোমার কাজ কি ? বীরেন্দ্ৰ—বল না কোথায় লিখছ, বল, আমার মাথা খাও বল । লিখছ ? কোথায়