পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্তকুমারী নাটক いこ8 > বীরেন্দ্ৰ—তোমার ইচ্ছা হয়, ক্ষতি নাই ; কিন্তু আমি আর কিছু বলব না। রেবতী—আমার যে ছোট ভগ্নী আছে তা আপনি জানেন তো ? বীরেন্দ্ৰ—জানব না কেন ? বেবতী—আমার বিবাহ হওয়াবধি তার সঙ্গে আর দেখা নাই । অনেকদিন হলো, কোন সংবাদও পাই নাই, মনটা আজকে ষড়-অস্থির হয়েছিল, তাকেই এই পজ লিখেছি । বীরেন্দ্ৰ—প্রিয়ে ! তুমি যদি ৰিৱক্ত না হও, তবে আর একটি কথা বলি । রেবতী—বলুন। বীরেন্দ্ৰ—তোমার ঐ কমল-কর-বিনির্গত পত্ৰখানি পাঠ কবে আমার শ্রবণেন্দ্রিয়ের প্রীতি সাধন কর। বেবতী—তা আর হানি কি ? আপনি শুনবেন, তাতে ক্ষতি কি ? আপনার কাছে আমার গোপনীয় কিছু নহে । শুকুন। ( মনঃকল্পিত রূপে হস্তস্থিত পত্র পাঠারস্ত ) প্রিয় ভগিনী, দীর্ঘকাল তোমার কুশল সমাচাব অ-প্রাপ্তে যারপর নাই দুঃখ ভোগ কবিতেছি । আমি পরাধিনী । রাজার বিনান্তমতিতে পদ সঞ্চালনেরও ক্ষমতা নাই। তুমি অবশুই মনে কবেছ যে, দিদি রাজরাণী হয়ে মুখে কাল কাটাচ্ছেন ! সে কথা মনেও করে না । আমি সুখী হই নাই। কারণ তুমি যদি আমার নিকটে থাকতে তা হলে যথার্থ সুখভোগিনী হতেম। ভগিনী ! সেই যখন আমার বিবাহ হয় নাই, দুজনে একত্রে কত খেলা করিয়াছি । পুতুল বিয়ে দিয়ে তুমি আমি কত সম্বন্ধ পেতেছি, সেই সকল পূৰ্ব্বকথা মনে হলে কিছুতেই স্থখবোধ হয় না। এ অতুল্য সুখও যেন সে সময় বিষময় বোধহয়, রাজভোগ তখন আমার বিষবৎ, বোধহয় । রাজ তাত্যন্ত ভালবাসেন বলেই কিঞ্চিৎ স্বস্ত আছি। নচেৎ আমার যে কি দশ হত, তা বিধাতাই জানেন যত শীঘ্র শীঘ্র পার, তোমার শুভ সংবাদ লিখিয়া আমায় সুখী করিলে । তোমাৰুই—রেবর্তী । বীরেন্দ্ৰ— বেশ লিখেছ! থাসা কেন হবে না ? প্রিয়ে ! তুমি ষে এমন লিখতে পার আমি স্বপ্নেও জানতেন না । স্বাহোক, শুনে বড় সুখী হলেজ । তুমি