পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8ぐり মীব মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ মনে নাই । মা ! তুমি আমার কুলের গৌরবিণী কন্যা, তুমি আমার বংশের উজ্জল-মণি, মা ! তুমি আমার শতপুত্ৰসম এক কন্য। জন্মেছ। তোম। হতে বিজয় সিংহের বংশ দ্বিগুণ উজ্জল হবে । দেখ মা ! আমি তোমার পিতা, আমার কথাও তো বৃক্ষা করতে হয় । মা ! আমি বারে বারে বলছি, তুমি বেশভূষা কর । সখীবা! তোরা কোথায় ? ৰসস্তকে সাজিয়ে দে। [ প্রস্থান ] মেঘ-রাজকুমাবী ! অলঙ্কার তো পরতে হলো ? অার না বলতে পারবে না। বসস্ত—কি করি, পিতার আজ্ঞ । পটক্ষেপণ চতুর্থ রঙ্গভ.মি ভোজপুর রাজপ্রাসাদ, অন্তিত যুবরাজগণ এবং কাশ্মীর নর্তকী-দ্বয়েব নুতা ও হিন্দি গান ( কঞ্চকীৰ প্রবেশ ) কধুকী—( কিঞ্চিত উচ্চস্বরে ) জয় হোক মহারাজ ইন্দ্রপুর পতি ভুবনে ৰিখ্যাত বীর-বীরেন্দ্র কেশরী ! তোমারি শোভনে আজ শোভে রাজসভা— অপূৰ্ব্ব শোভার হাব শোভে যথা নভে । দেবরাজ পুরন্দব স্তব সিংহাসনে বাজিছে রাজন তব ভাতি মনোহর, এ মহীমগুলে আজি, রতন যেমতী বাজে রত্নাকর-করে, বিপিন মাঝারে । অপূৰ্ব্ব শোভায় শোভে মরকত মণি ! বুক বুহ রাজগণ রহ ক্ষণতরে, ভঙ্গদেহ প্রেমাননে আজিকার মত । অয়ি ! স্বরঙ্গিনীবালা নাচিও না অার, বাজনা বিরাম দেও রাজ-বাস্থ্যকর, আসিছেন রাজবালা সভা মধ্যখানে । ”