পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোরাই ব্রিজ অথবা গৌরী-সেতু <2 7 দলের প্রধান যিনি বসি উচ্চাসনে । করিলেন আজ্ঞ সবে মধুর বচনে । গৌরীর পশ্চিম তটে কিছু ভয় নাই । চারিদিগে ঘিরে অছি আমরা সবাই । স্বনিয়মে সব কার্য্য সমাধা হইবে । অল্প সংখ্যা লোক মাত্র এপারে থাকিবে । পূৰ্ব্ব পারে আমাদের থাকিবে সকল । ধন্য ধন্ত রাঙ্গামুখ ধন্য বুদ্ধিবল । পূৰ্ব্বপারে আমাদের কোন মিত্র নাই । সতর্কে থাকিতে হবে একত্রে সবাত । আমরা বিদেশী এসে ঘিবিযাছি দেশ । কাজেই হইবে মনে তাহীদের দ্বেষ । ঢাকাই বাঙ্গাল দল আমাদের দলে । অগসিয়া মিলিছে তার ফল পাবে ব’লে । কিন্তু তারা এদেশেব কিছুই জানে না । এদেশে তাদের কথা কেহই বোঝে না । ছলে হ’ক বলে হ’ক কৌশল কবিয । দিতে হবে দেশী লোক দলে মিশাইয়ণ ।। শুধু চাষ নিলে কিছু উপকণব নাই । সব দল হতে কিছু কিছু লওয চাই । চাষীদের কুলি ব’লে কর সম্ভাষণ । তাতেই সন্তুষ্ট হবে তাহণদের মন । -শাদা বস্ত্র জুতা পায় যাদের দেখিবে । বাবু বলে সমাদব তাদের করিবে । হিন্দুস্থানী মারয়ারী খোট বুনগণ । বাছিয়ে লইবে সংখ্যা করিয়ে গণন ।। এসকলে কোল কালে হবে না প্রণয় | "আমরা করিব তাহা যাহা মনে লয় ।