পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্তকুমাবী নাটক Woo Y নরেন্দ্রকে অস্তঃপুরে ডেকে এনে শেষে এই ফল হল ! মহারাজ ! ও দুরাচারের মাথা কেটে তুমি তোমার হাত অপবিত্র কবন, কখনই করনা, আমি বলছি, আমাব সম্মুখে কুলাঙ্গাবকে জলস্ত-অনলে প্রবেশের অনুমতি কর। ওর মৃতদেহ যেন অব চক্ষে দেখতে না হয় । যদি আপনার আজ্ঞা অবহেলা কবে, তবে হাত-পা বেঁধে আগুনে ফেলে দেও, সে পাপের প্রায়শ্চিত্ত অন্ত্রে হবেনা, জলে হবেনা, কিছুতেই হবেন, অনলই এর যথার্থ প্রায়শ্চিত । এই যদি পারেন, তবে আমায় পাবেন, নচেৎ আমার মায়া ত্যাগ করুন | বীরেন্দ্ৰ—ছি ! তুমি একথা মুখেও এনে না, তুমি আমার প্রাণ, তোমার মায় ত্যাগ করলে আমার শূন্যদেহে ফল কি ? আর আমিই বা কি করে বঁচিব ? তুমি কখনও অমন কথা মুখে এনোনা । অমন দুবাচার কু-সন্তানের মূখ দেখতে আছে ? আমি কি পুনরায় ওকে পুত্র বলে সম্বোধন করব ? স্পষ্টই বলছি, যাতে তোমার দু:খ নিবারণ হয়, আমি তাইই করব । নগরপালেব সহিত মালতীর পুনঃ প্রবেশ ) মালতী— করযোড়ে কঁাপিতে কঁাপিতে ) মহারাজ ! নগরপাল উপস্থিত । বীরেন্দ্ৰ—( ক্রোধযুক্ত স্বরে ) নগরপাল ! নরেন্দ্রকুমারকে যে অবস্থায় দেখবে, সেই অবস্থাতেই হস্তপদ-বন্ধন করে আমার কাছে নিয়ে এস। [ নগরপালের প্রস্থান } পটক্ষেপণ দ্বিতীয় রঙ্গভুমি ইন্দ্রপুর ; যুবরাজ নরেন্দ্র ও বসন্তকুমারীর শয়ন ঘর ; —যুবরাজ ও বসন্তকুমারী আসীন । নরেন্দ্ৰ—প্রিয়ে! তুমি যে বাসর-গৃহে বলেছিলে মনের কথা বলব, কই আর কিছুই বললে না ? এখনও কি সময় হয় নাই ? বসন্ত—নাথ ! আমি যে বলবো বলেছি, সে তো বলবই ; আপনাকেও একটি কথা বলতে হবে । আপনি না বললে আমি বলব না। কখনও বলব না। ’ নরেন্দ্ৰ—প্রিয়ে ! দেখ দেখি, এ কেমন কথা ; তোমার কাছে কোন কথা আমার চাপা আছে ? মনের কথা এমন কি আছে যে, তোমায় গোপন করব ?