পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮼ☾ ❍ মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ বসন্ত—কি জানি, পুরুষের মন । নরেন্দ্ৰ—আমি তেমন পুরুষ নই যে, উপযুক্ত স্ত্রীর নিকট কোন কথা গোপন রাখব। বসন্ত—বলবে তো সত্য কললে ? বলি, এই ষে পত্ৰখানি আমি তোমার বাক্সে পেয়েছি, এখানি কার লেখা ? সই দেখছি রেবতী ; সে কোন রেবর্তী যুবরাজ ? লেখার ভাবে বোধ হচ্ছে সে রমণী আমা হতেও আপনার যত্ব করে—মনের সহিত ভালবাসে । আপনি যে দিন যাব হাতে পত্ৰখানি পেয়েছেন, তাও লিখে রেখেছেন। (নরেন্দ্র মস্তক হেঁট করণ ) মাথা হেঁট কললে যে ? বলোনা, সত্য করেছ ; সে কোন রেবতী ? আর কোন মালতী । নরেন্দ্ৰ—আমি মিনতি করছি ও কথা তুমি আমায় জিজ্ঞাসা করে না, আর অন্য বা জিজ্ঞাসা করবে তাই বলব । বসস্ত—না না, তা হবে না ; আপনি প্রতিজ্ঞ করেছেন, বলুন, না বলে কি প্রতিজ্ঞ ভঙ্গ করবেন ? নরেন্দ্ৰ—যথার্থই শুনবে। বসন্ত–শুনবই, ন শুনলে ছাডবন । নরেন্দ্ৰ—আর কোন রেবতী, বুঝতেই পাবছ ! মালতী দাসীকেও চিনেছ, আর বেশী বলতে পারিন । বসস্ত—{ আশ্চর্য্য হইয়া ) সে কি ? কি কথা ! এমন ! ছি ছি ! নারীকুলে এখনও এমন আছে ? ধিক নারীর জীবনে ! ( গালে হাত, নিস্তব্ধ ) নরেন্দ্ৰ—প্রিয়ে ! পত্ৰখানা খ গুখ গু কল্পে ভস্মসাৎ করে দেও, কি জানি, দৈবাৎ আর কারে হাতে পড়লে একেৰারে জীবন্মত হতে হবে। পত্ৰখান দেও। আমি পুড়িয়ে ফেলি। বসন্ত—(প্রদান ) পত্র নিন কিন্তু পুড়িয়ে ফেলবেন না । ছিড়েও ফেলবেন না । আমার কথা রাখুন, পত্ৰখানা বাক্সের মধ্যে পুরে রেখে দিন, কি জানি— কি হবে। নরেন্দ্র-আচ্ছ। তবে তোমার কথাই শুনলেম এখন থাক, পরে সাবধানে রাখব। প্রিয়ে ! এখন তুমি তোমার কথা বল। বসন্ত—আমার আরো কথা আছে। আমি অবাক হয়েছি। .