পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্তকুমারী নাটক **t বসত্ত—কি ? --রাজার আজ্ঞা ! তুমি এমনই কি অপরাধ করেছ থে, পিতা হয়ে পুত্রের প্রতি এমন নিষ্ঠ,র আজ্ঞা কন্সলেন , । নগর—{ হস্ত-স্থিত রজ্জ্ব ধরিয়া যুবরাজকে আকর্ষ৭ ) আর দেরি করণে নেছি সাকতা । বসন্তু—হায় হায় ! প্রাণ বে গেল নগরপাল ! তোমার পায়ে ধরি। আর আমন করে টেন না। এই কণ্ঠহার তোমায় দিচ্ছি, ক্ষণকাল অপেক্ষ কর আমিও নাথের সঙ্গে যাব । ( হার প্রদান ) { নগর—মহারাজ কা হুকুম, ক্যা করেগা, ( হার গ্রহণ, যুবরাজের বন্ধন মোচন ) নরেন্দ্র—না-না, তুমি আমার সঙ্গে যেওনা, এ হতভাগার সঙ্গে গিয়ে তুমি কেন অপমান হবে । আমার অদৃষ্টে যা থাকে, তাই হবে। তুমি ঘরে থাক । বসন্ত-তোমার এই দশা দেগে আমি ঘরে থাকব ? তোমার মান চেয়েও কি 'আমার মান অধিক ? তুমি যেখানে যাবে, আমিও সেখানে বাব । আশাদের দুজনকে দেখেও কি মহারাজের মনে একটু দয়া হবে না ? নরেন্দ্ৰ— কাতর স্বরে ) তুমি রাজার নিকটে ধেওনা, আমিই এক যাই । বসন্ত-মিনতি করে বলছি, এই দুটি চরণ ধরে প্রার্থনা করছি, ( পদধারণ ) আমায়ু নিয়ে চলুন। - লরেন্দ্ৰ—যদি একান্তই যাবে, তবে চল সকলের প্রস্থান] · ( নেপথ্যে গান ) রাগিনী বেহাগ—তাল আড়া । মিছে কেন মিছে ভবে এত অহঙ্কার. . ভাবিতে কি হবে ভবে হেন সাধ্য কার । ছিলাম রমণী সনে, প্রেমরসে আলাপনে, ; মিছে প্রণয় বন্ধনে, কৱি হাহাকারী: .যমে ছিল রত স্বাঞ্চক লকলি হলো ক্লিাশ,