পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীর মশারফ হোসেন পচনাসংগ্ৰছ হেরি অন্ধকার । আমার যুগল করে, কঠিন বন্ধন করে, পরান কেমন কৰ্ম্মে, বাচিনে যে আর । তৃতীয় রঙ্গভ.মি ইন্দ্রপুর , রেবতীর শয়নমন্দির. --রেব তা, মালতী, বীবেন্দ্র সিংহ, বৈশম্পায়ন, নবেন্দ্র, বসপ্তকু।াবী, নগরপাল. প্রতিহারী প্রভৃতি উপস্থিত । বীরেন্দ্র--(ক্রোধযুক্ত স্বরে ) বে ছাত্মা ! প্লে কুলাঙ্গাব! তুই এখনও আমার সম্মুখে দাড়িয়ে আছিস ? তুই না পণ্ডিত হয়েছিলি ? নানা শাস্ত্রে বিশারদ হয়েছিলি * তার ফল বুঝি এই ফললে ? তা এতবড় আম্পৰ্দ্ধা, ধৰ্ম্ম বলে ও তোর ভয় হলো না ? রে পাপাত্মা (তার মুখ দেখলেও প্রায়শ্চিত্ত করতে হয় । এই অসি দ্বারা । অসি প্রদর্শন ) স্বহস্তেই তোর মস্তক ছেদন করতেম, তা করবে না । তুই যে পাপ করেছিল, তোর মাথা কেটে কি পবিত্র হস্তকে অপবিত্র করবে ? তোর শোণিতাক্ত শির মুক্তিকায় লুষ্ঠিত হয়ে কি ইন্দ্রপুরের গৌরব লোপ করবো ? বীরেন্দ্র সিংহের রাজপুরায় মহত্ত্ব যাবে ? তোর পক্ষে এই দ গুঞ্জ যে, ঐ প্রজ্বলিত অনলে প্রবেশ করে আত্মবিসর্জন কর । যদি আমার আজ্ঞা অবহেলা করিল, তবে এই দণ্ডেই তোর হস্তপদ বন্ধন কবে এই জলস্ত আগুনে নিক্ষেপ করবো । নরেন্দ্র –পিত: আমার হস্তপদ বন্ধন করে আগুণে ফেলতে হবে না । আপনি যখন আজ্ঞা করেছেন; তখন সে আজ্ঞ। শিরোধার্য । তবে আসন্নকালে এষ্ট নিবেদন, আমি কি অপরাধে অপরাধী, সেইটি শুনতে চাই ! যদি কোন অপরাধও না করে থাকি, আর আপনি ইচ্ছা করে জামায় অনলে আত্মসমর্পণ করতে অনুমতি করছেন, তাও বলুন। আমি সন্তোষ হৃদয়ে আপনার আজ্ঞা প্রতিপালন করে পুত্রের কাজ করছি । i. ৰৈশ-যুবরাজ ! আপনি রাজমহিষীর পবিত্র সতীত্বের নিকট অপরাধী, সুতরাং আপনি দগুনীয়। মহারাজ রাণীর নিকট প্রতিজ্ঞা করেছেন, অদ্যই আপনার প্রাণবিনাশ করে সমুচিত দণ্ডবিধান করবেন।