পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૦૬ના মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ জননী মৃত্যু সময় তোমাদের হাতে আমায় সঁপে দিয়ে গিয়েছিলেন, আমি তোমাদের কিছুই উপকার কবতে পারলেম না মার্জন করে । মা রেবতী । বিদায় হই ! জন্মের মত বিদায় হই । পঃ ! মাতৃহীন লরেন্দ্র আঙ্গ জন্মশোধ বিদায় হলো । ( পদদ্বয গমন এবং পুনরায় পশ্চাৎদিকে ফরিয়া রাজার প্রতি ) পিতঃ ! -- বসন হটতে পত্র লইয়া } এই পত্ৰখানা একবার পাঠ করবেন। পত্র দান বসন্তকুমারীর হস্ত ধরিয। উভয়ে আনলে প্রবেশ ) , ৰীরেন্দ্র--( পত্র হস্তে করিয়া ) নরাধমের পত্র পড়ব ? না, পড়ব না। ও পাপাত্মাব পত্র হাতে করাই অন্যায় হয়েছে । ( ছিন্ন করিতে উদ্যত ) বৈশ -( করবোড়ে ) মহারাজ ! পত্ৰখানা নষ্ট করবেন না । যুবরাজ আপনার আজ্ঞা শিরোধাৰ্য্য করে অনলে আত্মসমপণ কললেন । তার প্রতি আর কোপ কেন ? তার পত্র পড়তে হানি কি ? একবার দৃষ্টি করুন। অবশুই কোন কারণ থাকতে পারে । বক্সে-( পত্র খুলিয়া মনে মনে পাঠাস্তে মালতীয় প্রতি দৃষ্টপাত } মালতী । মালতী—{ ক্ৰন্দন করিতে করিতে রাজার পদধারণ ) দোহাই ধৰ্ম্মাবতার ! আমি কিছু জানি না। আমার কোন অ1রাধ নাই । রাণী এই পত্র লিখে যুবরাজের হাতে আমায় দিতে বলেছিলেন, তাই আমি দিয়েছি । দোহাই ধর্শ্বের ! আমি আর কিছু জানি না । যে দিন বাণী পত্র লেখেন, সেই দিন আপনি এই পত্র রাণীর থেকে কেড়ে নিয়েছিলেন। আবার আপনি ফিরিয়ে দিলেন। আমি আর কিছু জানি না। আজ যুদ্ধবাজ রাণীর সঙ্গে কোন কথা কওয়া দূরে থাক, অন্তঃপুরেই আসেন নাই। মিছামিছি একট। ছল করে গায়ের গহনা খুলে মাটিতে পড়ে ছিলেন । রাজা— আণ্ঠস্বরে ) নরেন্দ্ৰ ! —আমার নরেন্দ্ৰ ! —বিন্য অপরাধে ! —আমার নরেন্দ্র । নরেন্দ্রের কোন অপরাধ নাই ! হায় ! হায় ! দুশ্চারিণী রেবতীর ছলনায় আমার নরেন্দ্রকে ! —প্রাণের নরেন্দ্র ? --ওরে পাপীয়সি । য়ে পিশাচ -তোর শাস্তি— (সজোরে তরবারি আঘাত ) aবর্তী:-ভূতলে প্রক্তিযুবরাজ ! আমিই তোমাকুজীবন-নাশের মূল। আমার সমুচিত শাঙ্গি রয়েছ।-হয়ে-ছে-যুব-রাজ ! (প্রাণত্যাগ)