পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোরাই ব্রিজ অথবা গৌরী-সেতু ఇTS cঞ্চলটি ঢাকাই বোট বড়লাল ডিঙি । আসিল এপারে সবে করিবারে পার । দেখি হরষিত-চিত মবি কি বহির । সকলেই পাবে যাবে বলে দাড়াইল । হাসি হালি কৰ্ত্ত আসি কহিতে লাগিল । ক্রমে পাব হও সবে হয়ে না অস্তিব । হয় নাই এ পfরের কোন কার্য্য স্থির । কে থাকিবে কার্য্যকৰ্ত্তা, কুলি কতজন । -কে কবিবে লার্তাবহকার্য্য সংঘটন । জীবামে রাখিয়া যাই কার্য্যভার দিয়া । বার্তাবহ কৰ্ত্তণ দেই সূর্য্যকে করিয়া । স্বৰ্য্য যদি বার্তাবহকৰ্ত্তণ হযে বয় । স্বসনিয়মে সব কার্য্য হইবে নিশ্চয় ।। অপর এপারে থেকে ন পাইবে দিশে । থাক স্বর্য্য এই পারে মনেব হরিং ষ । এত বলি সবে মিলি তবী আরোহিল । বদর বলিয়া মাঝি তরণী খুলিল । ষ্ট্রীমারে ধপ ধপ করিতেছে কল । বোটে দাড় মারে দাড়ী করে কত বল ।। দরিয৷ গাজি বলে কেহ ছাড়িয়া তরণী । পড়িছে ছিডিয়ে দাড় উঠিছে অমনি । ওপারে চলিয়। যায় দেখিতে দেখিতে । গৌরী পার হলো সবে হাসিতে হাসিতে । ভীষণ তরঙ্গ গৌরী করে কল কল । ধন্য ধন্ত রাঙ্গামুখ ধন্ত বুদ্ধিবল । উঠিল কাসীমপুরে একত্রে সকলে । নিরূপিত স্থানে স্থানে সব যায় চ’লে । কাসীমপুরেতে কেহ, কেহ বা কল্পায় । রহিলেন বাসা করি যথায় তথায় ।