পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ מאף ס\ গোমাংস বঙ্গ “লার খাদ্য ? ভুগিতেছি, মরিতেছি, স্বচক্ষে ফলাফল দেখিতেছি, গোমাংস ভক্ষণের বিষময় ফল প্রত্যক্ষ প্রমাণ পাঠ. স্থি, চমু গেমাংস জন্য ৰে জিহবা লক লক করে, যে জিহবায় রস পডে, ধিক তাহাকে ! শতধিক । আবTর আমার কয়েকটি কথা বিগত পৌষ মাসেব আখ বারে এসলামীয়া পত্রিকায “গোমাংস প্রস্তাবেব যে প্রতিবাদ প্রকাশ হইমাছে তাঙ্গ গো-জীবনে গৃহীত হইল । সমুদায় প্রস্তাব ও প্রতিবাদ পুস্তকাকাবে মূদ্রিত হইয়া বিনামূল্যে বিতরিত হই ে ন্যায-অগযি সাবাস্তে বিচারেব ভার পাঠকগণেব হস্তে । লিখকের নাম, পাম, পরিচযেব জন্য কেহ ব্যস্ত হইবেন না । শীঘ্রই স্পষ্টভাবে দেখিতে প{হবেন । B BBBB BBBB BBBS BBB BBBBS BBBBB BS Bg দেখা যায়, সেখানে লিখক নীরব । কিন্তু এক্ষেত্রে নহে । প্রতিবাদেব প্রতি কথার উত্তর পাইবেন । ঈশ্বর ইচ্ছায় প্রতি ছত্ৰে ছত্রে নক্ষত্র দেখিবেন । এ ব্রিটিশ বাজ্য, ব্রিটিশ বিচার, ধম্মাসনে ন্যাযদণ্ডের নিবপেক্ষ, প্রতিভা প্রভাবে প্ৰমত্ত কনজরকেও ক্ষুদ্রপ্রাণী মশার হস্তে পরাস্ত হইতে দেখা ধায় কে ললিতে পাবে কাহার ভাগ্যে কি আছে । ঈশ্বব সহ। ঘ, এলাহী ভবসা, ভগবান ক্ষক । গো দুগ্ধ দুগ্ধ জীবের জীবন । বিশেষ মানব জীবনের জীবনীশক্তিব উপকবণ । দুগ্ধের সহিত মামুষেব এমনি সম্বন্ধ যে দুগ্ধ নামেই ভক্তির উদয়—দুগ্ধ নামেই মহাপ্রাণী শীতল । দুগ্ধই যেন প্রাণ, দুগ্ধই যেন জীবনের জীবন,—ভারতবাসীর স্বগীয় স্বধা । কোন কোন দেশে ছাগ, গর্দভ, মহিষ, উষ্ট, প্রভৃতিব দুগ্ধও উদরে স্থান পায়, কিন্তু গো দুগ্ধ আমাদের যত প্রযোজন, যত প্রকার খাদ্যের স্থল ও মূল উপকরণ, অন্য দুগ্ধ সে প্রকার নহে। বিশেষ গর্দভ দুগ্ধ সৰ্ব্বজন মুখপ্রিয়, কি সৰ্ব্ববাদী সম্মত নহে। কোন কোন পীড়ার মহৌষধ হইলেও শান্ত্র বর্জিত ! স্বতরাং গো দুগ্ধই সৰ্ব্বাস্ত্রগণ্য। যে দিন ভারতসন্তান জননীর উদর হইতে জন্মগ্রহণ করিয়া জগতের জনসংখ্যা বৃদ্ধি করিণাছে, সেইদিনে, সেই সদ্যপ্রস্থত সস্তানের জীবনীশক্তির বৃদ্ধিহেতু গো দুগ্ধেরই আশ্রয় লইতে হইয়াছে । জীবন পর্যস্ত প্রায় প্রতিদিন প্রতি সন্ধ্যা আহারের উপাদেয় উপকরণ হইয়া, নানা আকাবে, নানা প্রকারে অথবা কাহার সঙ্গে মিশিয়া আত্মার বল, হৃদয়ের বল, শরীরের বল, মস্তিষ্কের বল, সবল