পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ কোন বাবু বিবি আনি রাখিলেন ঘিরে । কেহ মাঠে কেহ গ্রামে কেহ গৌরীতীরে । শত শত বারনারী আসিয়া জুটিল । কেহ নিজে ঘরে কেহ বাসায় রহিল । সাহেবের বিবি সব গাউন পরিয়া । সকালে বিকালে মাঠে বেড়ায় বুরিয়া । ‘বিড়ালাক্ষী বিধুমুখী কট। কটা কেশ । মুখে গন্ধ, সব মন্দ স্বধু ভাল বেশ । কেবা বা কার ভালবাসা, কেবা কণর নারী ।। অঙ্গভঙ্গ রঙ্গ দেখে চিনিবারে নারি । সকলেই করে কর, করিছে দলন । সকলেই মুখে মুখ, করিছে চুম্বন । দেখিয়া অবাক মোরা, বাচি না লজ্জায় । কেবা কণর চেনা ভার, এত বড় দণয় । এ দেখে এ দেশে নারী-স্বাধীনতা কাজে । মত দিতে বিধিমতে হৃদে শেল বাজে । স্বরেশ্বরী ধান্তেশ্বরী বোতল সহায় । উপস্থিত হইলেন আসিয়া কয়ায় । গলবন্ত্রে কত বাবু কবে জোড় কব । কত মতে করিতেছে মায়ের আদর ৷ বণরাঙ্গনাগণ সবে প্রাঙ্গণে আসিয়া । কহিছে কাতরে কত মিনতি করিয়া । থাক মা এপারে থাক স্বরার ঈশ্বরী। সেবিব তোমারে মোরা, ওমা ধান্ত্যেশ্বরি । সাহেবেরা করিবে না তোমার আদর, ক্ষতি নাই তাতে কুখ, করো না অস্তর } আমরা করিব সেবা, তোমার চরণ । গট্‌হেল ক’রে দিব, রাঙ্গ মুখগণ । =مفسد