পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w9ూbr মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ গোপালন করিতে তৎপর । আজকাল শিক্ষার প্রভাবে এদেশে যে ৰিপর্যয় কাণ্ড" ঘটয়াছে, গোজাতির অবনতিব তাহাই একমাত্র কাবণ । আজকাল অনেক চাষার ছেলে খোদাল্পগ্রহে “বিদ্বান’’ তৎসঙ্গে সন্ত্রাস্ত শ্রেণীতে উন্নীত । তাহারা গোপালন করিতে বা ক্লষিকার্যা করিতে কখনও কি সম্মত হইতে পাবেন । বিদ্বানের সংখ্যা যতই বাডিতেছে, দেশেব অবস্থা উন্নত না হইয়া ততই অবনত হইয়া দাড়াইতেছে। গোপালনে বীতাকুরাগ ও কৃষিকার্য্যে অনাস্থা দেশেৰ সৰ্ব্বনাশের প্রধান কারণ । দেশে দরিদ্র হইবার যত কারণ নির্দেশ করা যায়, ইহা অপেক্ষ তাহার কোনটিই সমীচিত নহে । যাহাদের চোঁদপুরুষ কৃষিজীবি, তাহারাও অনেকে এখন গোপালন এবং কৃষিকার্যের নাম শুনিয়া নাসিক কুঞ্চিত কবেন । এদেশে শিক্ষাকার্য্যের যতই উন্নতি হইতেছে গোবংশের এবং তৎসত্ত্বে কৃষি কার্যোব ততই অবগতি হইতেছে। ইউরোপ প্রভৃতি সুসভ্য জনপদে শিক্ষার ফল ঠিক ইহার বিপরীত । চাকুরীই যে-দেশের বিদ্যাশিক্ষাব একমাত্র উদ্দেশ্য সে দেশের অবনতি যে অবখ্যম্ভাব একথা কে না স্বীকাব কবিবে? কোন সেখীনবাবু একটি গাভী প্রতিপালন করিয়াই মনে করেন যে আমি গোকুল বক্ষা কবিলাম । দুইটি ইংরেজী বর্ণমালা হল তুইগৎ বাঙ্গলা ভাষ; যাহাব কণ্ঠস্থ তিনিই গোপালন বা কৃষিকাৰ্য্যকে অতীব ঘৃণিত কার্য্য মনে করেন । এরূপস্থলে গে বংশেব উন্নতির আশা কিরূপে করা যাইতে পাবে তাহা আমরা বুঝিয় উঠতে পারিতেছি না। নগবের দ্বিতল, ত্রিতল আটালিকায বসিয়া যাহারা গোকুল রক্ষার জন্ত জাগ্রত স্বপ্ন দেখেন, সভাসমিতিতে বৃথা গলাবাজ করেন, তাহদের জ্ঞান ও বিবেক শক্তিকে ধন্য। গরু দ্বারা মুসলমানদিগের দুইটি প্রধান উদ্যেস্ত সাধিত হইতেছে, একটি কৃষিকাৰ্য্য দ্বিতীয়টি গো-মাংস ভক্ষণ, যেখানে গুরুতর দুইটি স্বাৰ্থ বহিয়াছে, সেখানে জাতির উন্নতির জন্যও তাহদের চেষ্টা অনেক পরিমাণে বেশি । ইহার প্রমাণ সংগ্রহের জন্য আর অধিক দূরে যাইতে হইবে না। বঙ্গদেশে হিন্দিগের অপেক্ষ মুসলমানদ্বিগের গোধন যে অধিক তাহাই এ বিষয়ের জলস্ত দৃষ্টান্ত স্থল। যাহারা বলেন, গোখাদকদিগের অত্যাচারেই গোকুল নিৰ্ম্মল হইতেছে তাহাদিগকে আমরা জিজ্ঞাসা করি, কুকুর, বিড়াল, শূকর, শৃগাল, ইত্যাদি যেসকল জন্তুর একবার একাধিক সস্তান প্রসব করে, আবার বৎসরে একবার যাহাদের সন্তা লোৎপাদন হয়, অথচ যাহারা ভারতবাসীগণের অখাদ্য, তাহদের বংশ বৃদ্ধি হয় না কেন ? গরু তো একেবারে একটি মাত্র সস্তান প্রসব করে, পক্ষান্তত্ত্বে উহার মাংস