পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৩৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Aవి)e মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ আমাদিগকে দর্শাইতে বলেন, তবে খোদাতালার ফজলে আমরা নিশ্চয়ই তাহ প্রদর্শন করিব। আর যদি তিনি প্রবন্ধ লিখিয়া তুওরা করিয়া থাকেন, তবে খোদাতালার নিকট প্রার্থনা করি এই গুরুতর অপরাধীন যেন পৰ্ব্বম দয়ালু খোদাতালার ক্ষমার পাত্র হন। আর মুসলমান ভ্রাতাদিগকে আমরা বলি যে আপনার এই প্রবন্ধকে মুসলমানেব লিখা বলিয়া কোন ক্রমেই গ্রহণ করিবেন না এবং তাহাতে আস্থা প্রদর্শন কবিবেন না। লেখকের হৃদয় সৎপথে চালিত হউক ইহাই কায়মনোৰাক্যে প্রার্থনা করুন। আমিন ! আমিন ! প্রস্তাব লিখক আহমদীর বন্ধু আপনি যে উচ্চদরের লিখক, বাঙ্গালী ভাষায যে আপনার অধিকাব আছে তাহা স্বীকার করি, তাই বলিয়া আপনাব কলমে যাহাঁই আসিবে তাহাই লিখিবেন ? অন্যায কথা আমব স্বীকাব করিতে পারি না । এসলামী ধৰ্ম্ম বিগর্হিত আপনাব প্রস্তাবেব প্রতিবাদ সম্বন্ধে আমাদের গোটাকত কথা লিখিতে হইল। ক্রটি মার্জনা করিবেন । মহোদয় । আপনি পাচ ছয় মাসের যোগাডে আবার গোকুল নিৰ্ম্মল আশঙ্কা সম্বন্ধে একটি সুদীর্ঘ প্রস্তাৰ লিখিয়া বিগত ১৫ই পৌষ আহমদ মধ্যে প্রকাশ করিয়াছেন তাহাতে আপনে যে সত্যবাদীও ধাৰ্ম্মিক তাহ বেশ প্রকাশ হইযাছে । প্রস্তাব লিখক ! আপনি লিখিষাছেন, “আমাব লিখিত প্রস্তাব আহমদীতে প্রকাশ হুইলে “কোন কোন” সহযোগী উক্ত প্রস্তাবটি অবিকল উদ্ধৃত করিয়া গোকুল রক্ষার সহানুভূতি প্রকাশ করিযাছেন । কোন কোন সহযোগী উদ্ধৃত করিতে না পারিয়া আক্ষেপ সহকারে প্রস্তাবের পোষকতা করিয়াছেন।” মহাশয় ! যাহা আপনি লিখিয়াছেন যদি উহা সত্য হয়, তবে আপনি ও তিনি এক ধৰ্ম্মাবলম্বী সন্দেহ নাই । প্রস্তাব লিখক ! আপনি লিখিয়াছেন, “বেশন মহোদয় আহমদী সম্পাদককে অযথা গালি দিয়া পত্র লিখিয়াছেন । কেহ আহমদী পত্রিকাতেই যাহা ইচ্ছ। রুলিয়া মনের আবেগ সান্থনা করিয়াছেন।” মহাশয় ! এসলামী ধৰ্ম্ম বিগহিত অষ্ঠায় কথা শুনিয়া কোন মুসলমান সহ করিতে পারিবে ? য়াহাজের ইমান আছে, যাদের মুসলমানী ধৰ্ম্মে বিশ্বাস আছে ভক্তি আছে, তাহার আহমূল সম্পাদককে এ আপনাকে গালি না দিয়া থাকিতে পারিবে না। অধিক কি বলিব, বন্ধ সম্বন্ধে মুসলমানগণ প্রাণকে তুম্বজ্ঞান কবিয়া শুকে ইয়াহনের