পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোরাই ত্ৰিজ অথবা গৌরী-সেতু ৩৯ আসিতে দিও’ন কাছে, সাহেবের দল । ধন্য ধন্ত রাঙ্গণমুখ ধন্ত বুদ্ধিবল । শিকলে ভাটিয়া কল দোলাইল কত । রথ কল টানা কল, কল লানা মত । জল তোলা, মাটি কাটা, কাদা করা কল । কত কল পন্ট,নেতে, মরি কি কৌশল । স্বত্রধর বুন কুলি, খাটে অগণন । প্রাণপণে খাটে কত দেশী বাবুগণ । শিকলে অঁাটিয়া কত বড বড় চঙ্গ । পুতেছে গৌরীর গর্ভে ক’রে নানা রঙ্গ । ধপ ধপ করে ওঠে, এঞ্জিনের ধুম । পষ্ট নে গৌরীর গর্ভে লেগে গেল ধুম । গৌরীজল কলে ওঠে এত বল ক’রে । ফু দিন শুকায়ে গৌরী যেন যাবে ম’রে । ছলে বলে স্ককৌশলে গৌরীর বুকেতে । ক্রমে লৌহস্তম্ভ সব লাগিল পুতিতে । পাথর ফেলিল কত গেীরীর জীবনে । মারিবে জীবনে গেীরী আশা আছে মনে । তরঙ্গের রঙ্গ আর দেখা নাহি যায় । কেবল কান্দিছে গৌরী ক’রে হায় হায় । এদিকে খালাসী দল আল্লা অঞ্চল্লা ব’লে । পুতিছে লোহার থাম জাত কলে বলে । হা ইলেছা ব’লে সবে টানিতেছে কল । ধন্য ধন্য রাঙ্গামুখ ধন্ত বুদ্ধিবল । কারো কারো বাসীয় নিশিতে বড় রং । কেহ নাচে কেহ গায় কেহ দেয় সং । সাহেব মাতিছে মদে বিড়ালাক্ষী নিয়ে । পড়িছে বিবিঘ্ন গায় ঢলিয়ে ঢলিয়ে ।