পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গো-জীবন ՎԶ:Տ շ, ৩। এসলামীয়া সম্পাদক ও তাহাৰু বহুরূপী রন্ধু, যিনি, কখনও মৌলী, মূৰ্ত্ত পরেই মুন্সী, চাব পাঁচ ছত্র পরেই আবার সুফি পরিচয় দিয়া লিংককে কাফের সাব্যস্ত করিয়াছেন, মুরুব্বি-য়ানা মতে “তওবা" করিবারও উপদেশ দিয়াছেন । s। টাঙ্গাইলের অবৈতনিক কাজী এবং নেকাহ তালাকের সাক্ষ গোপাল মৌলভী সুলতান আহাম্মদ সাহের বিগত রাভাত্র শুক্রবার দিবা দ্বিপ্রহর তিনটার সময়, সাবডিপুটী মৌলবী সূফীউদ্দিন সাহেবের রাসাবটিস্থ কয়েক সপ্তাহ স্থিত, মোসলমান ধর্শ্বসভার সভাগ সম্মুখে গোকুল নিৰ্ম্মল প্রস্তাব বিষয়ে উল্লেখ করিয়া লিখককে “কাফের এবং স্ত্রী "হারাম" হওয়া সাব্যস্ত করিয়া উপস্থিত সভ্যগণকে বুঝাইয়া সমস্ত ব্যক্ত করেন। আরও বলেন যে, “যদি কোন মোসলমান ঐ প্রস্তাব লিখিয়া থাকেন তবে তিনি “তওবা” করুন !” সে সময় লিখকের নাম অপ্রকাশ। কিন্তু লিখক সে ধৰ্ম্মসভায় উপস্থিত। কিন্তু কোন বাদ প্রতিবাদ করে নাই। —মাত্র বলিয়াছিল বিষয়টি বড়ই গুরুতর, বিবেচনা করিয়া আপনার এইমত প্রকাশু পত্রিকায় প্রকাশ করিলে ভাল হয় । অবশ্যই প্রস্তাব লিখকের পরিচয় পাওয়া যাইবে । t * * , , , , , “, ; ৫ । এইক্ষণে লিখক এসলামীয়া সম্পাদক মৌলবী নষ্টমূদ্দীন, ও তাহার বহুরূপী বন্ধু এবং অবৈতনিক কাজী স্বলতান আহাম্মদ খাঁ সাহেবকে এতদ্বার জ্ঞাপন করিতেছে যে, তাহার গো-জীবনের কোন কোন প্রস্তাবের, কোন નેિ শব্দে লিখককে কাফের ও র্তাহার স্ত্রী হারাম চওয়া স্তির সিদ্ধান্ত করিয়াছেন, সেই সেই স্থানের সেই সেই শব্দ বা উক্তি বিশেষরূপে নিদৃষ্ট করিয়া আদা হইতে ত্রিশদিনের মধ্যে লিখকের প্রতিনিধি টাঙ্গাইল মুন্সেফ আদালতের উকিল ঐযুক্ত রারুল্লচন্দ্র চক্রবর্তী মহাশয় নিকট প্রেরণ করুন এবং এসলামীয়া পত্রিকায় প্রকাশ , বিঙ্গ মুসল্লমান ভ্রাতাগঃ গো-জীবনের আদি-অন্ত মনোসংযোগ পাঠ করিয়া কোফরে কালামের পদগুলি নির্ণয় করত প্রকাশ করিয়া লিখককে চিত্ব কৃতজ্ঞতাপাশ আবদ্ধ করুন। ইহাই লিখকের সায়নয়ে প্রার্থনা। - - ৭। “কাফের” ও “স্ত্রী হারাম” দুইটি কথা যেমনই হয় বিদারক, তেমনি ভয়ানক । লিখকের মনে বিশেষ আঘাত- লাগিয়াছে বখাৰ্থ মোসলমান ভিন্ন