পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৪০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8°o মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ সে আঘাতের বেদন", অন্ত কোন সম্প্রদায় অতুভব করিতে সমর্থ হইবেন কিনা সন্দেহ । স্ত্রী বজ্জিত—বিনা মেঘে বজ্রাঘাত । এ বেদন এ যাতন স্ত্রী, প্রিয়জন মাত্রেই সহজে হৃদয়ঙ্গম করিতে সক্ষম হইবেন । ৮। ঘোড়াশাল স্কুলের প্রথম শিক্ষক মহাশয় প্রতিবাদ ক্ষেত্রে দণ্ডায়মান হইয়া ৫ম ভাগ ৬ষ্ঠ সংখ্যা আখবাবে এসলামীয়া মাসিক পত্রিকায় লিখিয়াছেন যে, “গোকুল নিৰ্ম্মল আশঙ্কা প্রস্তাবেক প্রতিবাদ আহমদী পত্রিকায় প্রকাশ জন্য পাঠান হইয়াছিল, সম্পাদক তাহ প্রকাশ করেন নাই ।” যদিও এক্ষেত্রে সম্পাদক নিরব। কিন্তু লিখক বলিতেছে, এবং চক্ষে অঙ্গুলি দিয়া দেখাইয়া দিতেছে ১৪ই আশ্বিন ৫ম সংখ্যার আহমদ দৃষ্টি করুন। ভ্রম দূর হইবে। শিক্ষক মহাশয়ের লিখিত প্রতিবাদ লিখক বিশেষ মনোসংযোগের সহিত পূৰ্ব্বেই পাঠ করিয়াছিল, গো-জীবন মুদ্রাঙ্কন সময়েও পাঠ করিয়াছে—গৃহীত প্রতিবাদ হইতে তাহাতে বিশেষ কোন নুতন কথা নাই বলিয়া গো-জীবনে গৃহীত হইল না। শিক্ষক মহাশয় ক্ষমা করিবেন । ৯ । দয়াময় ভগবানের অঙ্কগ্ৰহ হইলে এই গে!-জীবন শীঘ্রই আরবী, ফারসী, উর্দু এবং হিন্দী ভাষায় অতুবাদিত হইয়া পবিত্রধাম মকা মোয়াজমায় পূণ্যক্ষেত্রে বোগদাদে, মোসলমান রাজ্য প্রধান প্রদেশ তুরস্কে, হায়দারাবাদে, টোকে, দিল্লীতে এবং আজমীর শরীফে প্রেরণ করিয়া তথাকার প্রধান প্রধান মৌলবী মৌলন, মহামতিগনের মতামত সংগ্ৰহ করিয়া যত সত্বরে হয় পুন: প্রকাশ হইবে । সৰ্ব্বশক্তিমান ভগবানই লিখকের রক্ষক। সেই অদ্বিতীয় জগতনিধান জগতপতি জগদীশ্বরই লিখকের আশ্রয় !