পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোরাই ব্রিজ অথবা গৌরী-সেতু \9\లి বেড়াইতেছে বারনারী বাজাইয়া মল । ধন্য ধন্য রাঙ্গামুখ ধন্য বুদ্ধিবল ॥ প্রভাতে বাজিল বাশি কামারশালায় । যার যার যেই কাজ সেই কাজে যায় ।। কৰ্ম্মশালে কি কৌশল করিয়াছে কলে । সব কল চলিতেছে এঞ্জিনেব বলে । এঞ্জিনে ঘুবিছে চাকা চক্ষের পলকে । ধ"াদ। লেগে যায চক্ষে অগ্নির ঝলকে । কত কল কত চাকা ঘোরে অনিবার । কেবল এঞ্জিন সব কল মুলাধার । চিবিতেছে বাহ জুরি কাঠ শত শত । লোহ তে চিরিছে লোহা কত অার কত ॥ সে রকি হইছে ইটে সিন্দুবের প্রায় । যার যাহা ইচ্ছা করে এঞ্জিন প্রভায় । ওদিকে রথের কলে শিকল অঁাটিয়া । বড় বড় চোঙ্গ আনে আনাসে টানিয়া । তিনশত লোকে যাহা টানিলে না চলে । ছয়জন টানি লয় কলের কৌশলে ॥ কত বল ধরে কল কৌশল এমন । শত মণ লোহা লয়ে যায় দুইজন । থাম পোতা হলো শেষ বিশেষ যতনে । টানিহে গার্ডার সবে হরষিত মনে । এখন ভাবন নাই থীম পুতিয়াছি । বান্ধিব বান্ধিব সেতু ভরসা পেয়েছি । গার্ডার টানিতে কত আহত হইল । অর্থলোভে কত চাষা প্রাণ হারাইল । ঘুরিছে উপরে কল শিকল লইয়। । হঠাৎ ছুটিল হাত, মরিল পড়িয়া । মাথা ভেঙ্গে ঘাড় ভেঙ্গে পড়ে কত জন । হস্ত পদ ভাঙ্গণ কত কে করে গণন ।