পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ס\ মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ হস্ত পদ ভাঙ্গিতেছে পড়িতেছে পায় । তবু জোর করি লয় ডাক্তারখানায় । নেটিভ ডাক্তার তার প্রসন্ন এয়ার । এয়ার সিবিল বটে সাহেব এয়ার । হস্ত পদ ভাঙ্গল পেলে কেটে ফেলে তায় । আৰ্ত্তনাদে কান্দে সবে করে হায় হায় । গার্ডার টানিতে সবে হইল কাতর । দিবস-রজনী কাজ করে নিরস্তর । লোরী কলে ঠেলিতেছে—ধন্ত্য রে কৌশল । ধন্য ধন্ত রাঙ্গামুখ ধন্য বুদ্ধিবল । গার্ডার লাগান শেয হইল যখন ! আনন্দে মাতিল সব কর্মচারিগণ ।। শ্বেত পীত লাল নীল পতাকা বিস্তর। বান্ধিয়া গার্ডার শিরে সাজায় তৎপর । অগণন জনগণ দাড়ায় দুকূলে । সেতু বান্ধা হলো শেষ দেখে কুতুহলে।। তরী আরোহিয়া কত শ্বেতকায়গণ । আসিছে গৌরীর সেতু করিতে দর্শন । দিনমণি অস্ত যায় পশ্চিম আচলে । দেখিয়া চলিছে কল অার বলে বলে ।। গার্ডার লাগান সাবা হইল যখন । • আনন্দসাগরে মন ভাসিল তখন । করতালি কোলাকুলি হুবে হুরে বোল । তিন ঘণ্টা হলো তবু নাহি গেল গোল ॥ মশাল করিয়া হাতে নাচিতে লাগিল । হরষে সরস প্রাণ আকুল হইল । কেহ বোটে কেহ তীরে কেহ বা নৌকায় । করিতেছে লাফালাফি যত শ্বেতকায় ।