পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোরাই ব্রিজ অথবা গৌরী-সেতু, w9& এতদিনে হলো আজ শ্রমের সফল । ধন্য ধন্ত রাঙ্গসুখ ধন্য বুদ্ধিবল । সেতু বেঁধে লৌহ-হার লয়ে গেল পারে । ধন্য রে বিলাতী বুদ্ধি ধন্য বে সবারে । পূৰ্ব্বপাবে লৌহ-হার গেল কত দূর । রথে চডি দেখিবেন মেয়ো বাহাদুর । এ রথ সে বুথ নয় মনোরথ-গতি । আসিবেন বাষ্পরথে চড়ি মহামতি । সমস্ত ভারতভার শিরে আছে যার । সহিবে গৌরীর সেতু আজি তার ভার । লেসলীর কারিকুরি আজি জানা যাবে । যদি সেতু ঠিক রয় পুরস্কার পাবে। আমপাত বাশপাত গাদা ফুল দিয়া । রাখিল মনের মত সেতু সাজাইয়া । দুব দুব করিতেছে লেসলী-হৃদয় । না জানি আমার ভাগ্যে আজি কিবা হয় ? শারীরিক মানসিক পরিশ্রম যত । বুঝি আজ ভাগাদোষে সব হয হত । কত অর্থ ব্যয় হলো অামাব কথায় । যদি সেতু নাহি বয় কি হবে উপায় { লোকের গঞ্জনা প্রাণে সহিবে কেমনে । জীবন ত্যজিব আজি গৌরীর জীবনে ॥ লর্ড মেয়া বাহাতুর গুণের অfধার । দেখিবেন গৌরী-সেতু সবে চমৎকার। সেতু উপলক্ষ করি হবে আগমন । কাসিমপুরেতে তার হবে পদার্পণ ।। কাশীতুল্য মান্ত হবে কাসিমপুরের । নবতীর্থস্থান হবে কুল উদ্ধারের ।