পাতা:মীর মশাররফ হোসেন রচনাসংগ্রহ প্রথম খণ্ড.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মীর মশাররফ হোসেন রচনাসংগ্ৰহ দশনে পাইবে ফল মোক্ষফল সবে । এ তীর্থে ধৰ্ম্মের ভেদ কিছু নাহি রবে ।। সকল ধৰ্ম্মেতে হবে সম অধিকণব । দেখা মাত্র শত কুল হইবে উদ্ধার । লর্ড মেয়ো বাহাতুরে দেখিবার তরে । গেীরীর দু-তীরে লোক কোলাহল করে । কেহ বলে ঐ দেখে দেখা যায় ধুম । আসিছে কলেব গাডী ক’রে কত ধুম । দেখিতে দেখিতে রথ নক্ষত্র-সমান । ধূম ছাড়ি হুন্ডহড়ি করিল প্রস্থান । চক্ষের পলকে সেতু হয়ে গেল পার । দেখে চমকিত লোক সন্তোষ অপার । থামিল রথের গতি সেতু পার হয়ে । দেখিল ওপণব-বণসী নিকটেতে বয়ে । মহামান্ত গণনীয় মহোদয়গণ । লর্ড মেয়ো বাহাদুর অতি বিচক্ষণ ।। নামিলেন রথ হতে লয়ে দল বল । ধন্য ধন্ত রাঙ্গামুখ ধন্ত বুদ্ধিবল । যমুনা পদ্মার সনে মিলেছে যথায । হার লয়ে সবে ব’সে ভাবিছে তথায় । । ঢাকায় হলো না যf ওয়া, হলো ন! এবার । সাধ্য নাই পদ্মা-পারে লয়ে যাইব ॥র । কিছু দিন এই স্থানে থাকিতে হইল । সম্মুখে আসিয়া পদ্মা বড় বাধা দিল । এদিকে গেীরীর সেতু করি দরশন । লর্ড মেয়ো করিলেন রথে আরোহণ । হুইল ঘুরিল জোরে বঁশির বাজিল । হুস হুস করি কল চলিতে লাগিল ।